সাগরিকার গোলে অলিখিত ফাইনালে এগিয়ে বাংলাদেশ

সাফ অ-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ-নেপাল ম্যাচটি অলিখিত ফাইনাল। সেই ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে রয়েছে। ৮ মিনিটে একমাত্র গোলটি করেন মোসাম্মাৎ সাগরিকা।
মিডফিল্ড থেকে এক ডিফেন্স চেরা থ্রু বল পান সাগরিকা। নেপালের ডিফেন্ডারদের পেছনে ফেলে বলের নিয়ন্ত্রণ নিয়ে এগিয়ে যান বাংলাদেশের ফরোয়ার্ড। নেপালের গোলরক্ষক বক্সের বাইরে এসে তাকে আটকাতে পারেননি। কোনাকুনি প্লেসিং শটে সাগরিকা বল জালে জড়ান।
সাগরিকা শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। পরের ম্যাচে নেপালের বিরুদ্ধেও গোল করেছিলেন। দ্বিতীয়ার্ধে নেপালের ডিফেন্ডার সিমরানের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন। এতে তিনি তিন ম্যাচ নিষিদ্ধ ছিলেন। আজ নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই গোল করলেন।
বাংলাদেশ লিড নিলেও প্রতিপক্ষ নেপাল সমতা আনার সুযোগ পেয়েছিল। ম্যাচের ১৫ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার পোস্টের সামনে বেরিয়ে গ্রিপে নিতে পারেননি। নেপালের ফরোয়ার্ডের শট সাইড বারে লাগে ফেরত আসে। ফিরতি বলও নেপাল বল জালে পাঠাতে পারেননি।
বাংলাদেশও ব্যবধান দ্বিগুণের সুযোগ পেয়েছিল। ১৯ মিনিটে মুনকি আক্তার বক্সের উপর থেকে গোলের উদ্দেশ্যে শট নেন। ফাকা পোস্টে বল গোললাইন অতিক্রমের অপেক্ষায় ছিল। সেই সময় নেপালের ডিফেন্ডার আনিশা রায় ক্লিয়ার করেন। বাংলাদেশের আরেকটি আক্রমণ আনিশা গোল থেকে রক্ষা করেন।
বাংলাদেশ পাঁচ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। আজ এই ম্যাচে অন্তত ড্র রাখতে পারলেই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হবে স্বাগতিক দল। প্রতিপক্ষ নেপালকে জিততেই হবে শিরোপা পেতে হলে।
এজেড/এইচজেএস