কোপা আমেরিকায় মেসির পারফরম্যান্স কেমন

বিশ্বের সবচেয়ে বড় তারকা ফুটবলার কে? এই প্রশ্নের উত্তরে লিওনেল মেসির সঙ্গে নাম আসতে পারে আর কেবল একজনেরই। তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো। এর বাইরে গত এক যুগ ধরে মেসির সঙ্গে পাল্লা দিতে পারেননি কোনো ফুটবলার। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলারও তিনিই।
ক্লাবটির হয়ে গোলের পর গোল করেছেন, জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু যখনই জাতীয় দল আসে, নিজেকে ওই ছন্দে খুঁজে পান না মেসি। এমন কথা প্রচলিত আছে। দেশকে এখনো অবধি জেতাতে পারেননি কোনো শিরোপোও। বিশ্বকাপ কিংবা কোপা, সব জায়গায়ই চ্যাম্পিয়ন হতে ব্যর্থ আলবিসেলেস্তেরা।
১৪ জুন থেকে শুরু হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। এই টুর্নামেন্টে কেমন খেলেন মেসি? অভিষেকের পর থেকে এখনো পর্যন্ত কোপা আমেরিকার মোট পাঁচটি আসরে আর্জেন্টিনার হয়ে অংশ নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।
এই আসরগুলোতে মোট ২৭ ম্যাচে মাঠে নেমেছেন মেসি। যেখানে নিজে ৯ গোল করেছেন আর সতীর্থদের দিয়ে মেসি করেছেন ১৩ গোল। এই ম্যাচগুলোতে তিনবার হলুদ কার্ড দেখেছেন মেসি, একবার দেখেছেন লাল কার্ডও।
মেসির একটা আন্তর্জাতিক শিরোপার আক্ষেপ অনেকদিনের। এর মধ্যে তিন বার কোপা ও একবার বিশ্বকাপ ফাইনাল খেললেও সেটি পাননি তিনি। এবার ব্রাজিলে অনুষ্ঠিত কোপায় নিজের ওই আক্ষেপ দূর করতে পারবেন কি না, সেটা সময়ই বলে দিবে।
এমএইচ