বিদেশি ফুটবলারদের সহায়তা পায়নি চট্টগ্রাম আবাহনী

চলমান ওয়ালটন ফেডারেশন কাপের সেমিফাইনালে খেলা চারটি দলের মধ্যে তিনটি দলের কোচই বিদেশি। একমাত্র দেশি কোচ ছিলেন চট্টগ্রাম আবাহনীর মারুফুল হক। চট্টগাম আবাহনী সাইফ স্পোর্টিংয়ের তুলনায় প্রস্তুতি ও শক্তিমত্তায় কিছুটা পিছিয়ে থাকলেও মারুফ কোচ থাকায় ম্যাচটি বাড়তি রোমাঞ্চ ছড়িয়েছিল। তবে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সাইফ স্পোর্টিং বেশ সহজেই ফাইনালে উঠেছে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক বলেন, ‘গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়লে খেলায় ফেরা কঠিন। সাইফের প্রথম দশ মিনিটের মধ্যে পাওয়া গোল আমাদের পেছনে ঠেলে দেয়।’
ঘরোয়া ফুটবলে বিদেশি ফুটবলারদের প্রাধান্যের বিষয়টি স্পষ্ট। কোচ মারুফুল হক সেমিফাইনাল ম্যাচে বিদেশিদের সহায়তা পাননি বলে মন্তব্য করেন, ‘আমাদের ম্যাথু চিন্ডো করোনা থেকে মাত্র সুস্থ হয়ে ফিরল। পূর্ণাঙ্গ ফিট নয়। গুরুত্বপূর্ণ আরেকজন বিদেশি ইনজুরিতে। একজনের অনুপস্থিতি ও আরেকজনের ফিটনেসহীনতায় আমাদের ম্যাচের উপর প্রভাব পড়েছে।’
এজেড/টিআইএস