আরও ২ বছর বাফুফের সাধারণ সম্পাদক সোহাগ

সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের সঙ্গে বাফুফে আরো দুই বছর চুক্তি বৃদ্ধি করেছে। আজ নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘সাধারণ সম্পাদকের চুক্তি আমরা আরো দুই বছর নবায়নের সিদ্ধান্ত নিয়েছি।’
সোহাগের চুক্তিবৃদ্ধির সিদ্ধান্ত আজ হলেও ফেডারেশন ও তার মধ্যে চুক্তি স্বাক্ষর এখনো হয়নি। চুক্তিপত্র সম্পর্কে সালাম মুর্শেদি বলেন, ‘আমরা এখন থেকে যে কারো সাথেই চুক্তি করি, খুব পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি বিষয় উল্লেখ করব। যাতে চুক্তিভঙ্গ বা অন্য কোনো ক্ষেত্রে ঝামেলা না হয়।’
ফুটবল ফেডারেশনে সাধারণ সম্পাদকই এখন সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তি। অনেক দিন একই পদে থাকায় তার সুযোগ-সুবিধা বাড়ার কথা জানান সালাম মুর্শেদি।
দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংস্থা ফুটবল ফেডারেশন আগে সাধারণ সম্পাদক নির্ভরই ছিল। ২০০৮ সালের পর থেকে সভাপতি কেন্দ্রিক হওয়ায় বেতনভুক্ত পেশাদার সাধারণ সম্পাদকের প্রচলন তৈরি হয় ফিফা-এএফসি’র গাইডলাইন অনুযায়ী। সাবেক ক্রীড়া সাংবাদিক আল মুসাব্বির সাদী ছিলেন প্রথম পেশাদার সাধারণ সম্পাদক। তার মৃত্যুর পর আবু নাইম সোহাগ স্থলাষিভিক্ত হন।
এজেড/এনইউ