শুরুতেই বড় ধাক্কা, বেলজিয়াম দলে নেই তারকা ডি ব্রুইনা

র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দল বেলজিয়ামকে এবার অন্যতম ফেভারিট হিসেবে ধরা হচ্ছে। সেই বেলজিয়ামই কিনা প্রথম ম্যাচের আগে পেল বড় এক ধাক্কা। আজ রাতে যখন রাশিয়ার বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচটা খেলবে ‘লাল শয়তান’রা, চোটের কারণে তখন দলে থাকতে পারবেন না দলের প্রাণভোমরা কেভিন ডি ব্রুইনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন কোচ রবের্তো মার্টিনেজ। বেলজিয়াম তাদের ইউরো অভিযান শুরুর ম্যাচে ডি ব্রুইনা ছাড়াও পাবে না আরেক অভিজ্ঞ খেলোয়াড় অ্যাক্সেল উইটসেলকেও।
ডি ব্রুইনা তার চোটটা পেয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। সে রাতে অ্যান্টোনিও রুডিগারের সঙ্গে সংঘর্ষে তিনি নাক ও অক্ষিকোটরে আঘাত পান। সফল অস্ত্রোপচার হয়েছে বটে, যোগ দিয়েছেন দলের সঙ্গেও। কিন্তু এরপরেও প্রথম ম্যাচে নামা হচ্ছে না তার, কারণ চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি।
উইটসেলকে না পাওয়াটা অবশ্য খুব একটা আশ্চর্যের কিছু নয়। কারণ তিনি মাঠের বাইরে ছিলেন বছরের শুরু থেকেই। প্রায় ফিটও হয়ে গেছেন, মাঠে নামবেন যে কোনো সময়, জানিয়েছেন মার্টিনেজ। তবে ডি ব্রুইনার ফিরতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন বেলজিয়াম কোচ। বেজক্যাম্প টুবিজেতেই থাকবেন তারা, সেখানেই চালিয়ে যাবেন ফিটনেস ফিরে পাওয়ার কাজ।
কোচ মার্টিনেজ এ বিষয়ে বলেন, ‘শুধুমাত্র বাধাহীন চলাফেরা করতে পারার জন্যই ওর (ডি ব্রুইনা) জন্য পরের দুই দিন খুব গুরুত্বপূর্ণ। সবার আগে ওকে ব্যায়াম করা শুরু করতে হবে। তারপরেই ধীরে ধীরে দলের বাকি সদস্যদের সঙ্গে ও অনুশীলন যোগ দিতে পারবে। তবে অ্যাক্সেলের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। দলের বাকিদের সঙ্গে ওর অনুশীলন শুরু করতে আর বেশিদিন লাগবে বলে আমার মনে হয়না।’
আজ বাংলাদেশ সময় রাত একটায় বেলজিয়াম নিজেদের প্রথম ম্যাচটি খেলবে। নিজেদের উদ্বোধনী ম্যাচে ‘দ্য রেড ডেভিলদের’ প্রতিপক্ষ রাশিয়া।
এনইউ