পাকিস্তানের জার্সি পরায় স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি দর্শককে

সদ্য সমাপ্ত ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে পাকিস্তানের জার্সি পরে মাঠে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন এক দর্শক। ভারতের ম্যাচ হওয়ায় নিরাপত্তাকর্মীরা তাকে ওই জার্সি ঢেকে রাখার পরামর্শ দেন। তবে সেই দর্শক তা না করে ক্ষুব্ধ হয়ে স্টেডিয়াম থেকে বের হয়ে যান।
স্টেডিয়ামে প্রবেশের ঘটনায় দর্শকের সঙ্গে এমন কাণ্ড ঘটার পর সেটার তদন্ত শুরু করেছে আয়োজক ক্লাব ল্যাঙ্কাশায়ার। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সেটা গণমাধ্যমেও আসে। এরপরই এই ঘটনার তদন্ত শুরু করে ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব।
ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে ওই দর্শকের নাম ফারুক নজর। তিনি বলেন, ‘কন্ট্রোল থেকে আমাকে বলা হয়েছে যে আপনি দয়া করে এই জার্সিটি ঢেকে রাখতে পারেন কি না।’ আরেকজন নিরাপত্তাকর্মী বলেন, ‘জার্সিটিকে জাতীয়তাবাদী প্রতীক হিসেবে বিবেচনা করা হতে পারে।’
ল্যাঙ্কাশায়ারের একজন মুখপাত্র বলেন, ‘আমরা এই ঘটনার ব্যাপারে অবগত এবং বিষয়টির প্রেক্ষাপট ও সঠিক তথ্য জানতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’
এমনিতেই ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্ক তলানিতে। সম্প্রতি লিজেন্ড চ্যাম্পিয়নশিপেও দুই দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। এসবের মধ্যে ভারতের ম্যাচে পাকিস্তানি দর্শকের সঙ্গে এমন ঘটনা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে।
এইচজেএস