বন্ধু এরিকসেনের জন্য জামাল ভূঁইয়ার প্রার্থনা

সারা বিশ্ব ডেনমার্কের ফুটবলার এরিকসেনের জন্য প্রার্থনা করছে৷ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও কায়মনোবাক্যে কামনা করছেন এরিকসেনের সুস্থতার। জামাল ভূঁইয়া যুব দলে থাকা অবস্থায় এরিকসনের সঙ্গে খেলেছিলেন।
কাতারের দোহা থেকে জামাল ঢাকা পোস্টকে জানান, '২০০৬ সালে আমরা খুব তরুণ ছিলাম। সে অ্যায়াক্সে যাওয়ার আগে আমরা একটি ম্যাচ খেলেছিলাম। সেই ম্যাচে এরিকসন দুই গোল করলেও শেষ পর্যন্ত আমার দল জয় পায়।' জামাল খেলেছিলেন এফসি কোপেনহেগের হয়ে আর এরিকসেন ওবেন্স ফুটবল ক্লাবের হয়ে।
প্রতিপক্ষ হিসেবে দুই বারই মোকাবেলা করেছিলেন এরিকসেনকে৷ অ্যায়াক্সে যাওয়ার পর আর সে রকম যোগাযোগ হয়নি ।
বাংলাদেশ ফুটবল দল কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলছে৷ ওমানের বিরুদ্ধে ম্যাচের আগে ডেনমার্ক ও ফিনল্যান্ড ম্যাচ সবাই উপভোগ করছিলেন টিম হোটেলে। অধিনায়ক জামাল ডেনমার্কে বেড়ে উঠেছেন আর জাতীয় দলে নতুন অভিষিক্ত তারিক ফিনল্যান্ডে৷
এজেড/এমএইচ