এরিকসেনকে বাঁচাতে কে প্রথম এগিয়ে এসেছিলেন

মাঠের মধ্যে এমন দৃশ্য ঘটে থাকে হরহামেশাই। চোট পেয়ে মাটিতে শুয়ে থাকেন ফুটবলার। কিন্তু ক্রিশ্চিয়ান এরিকসেন যে তেমন কিছু হয়নি, সেটা বুঝতে যদি বেশি সময় লাগতো তাহলে ঘটে যেতে পারত অঘটন। শেষ অবধি সেটা হয়নি, আর এতে সবচেয়ে বড় কৃতিত্বটা প্রাপ্য তার দেশ ডেনমার্কের অধিনায়ক সাইমন কায়েরের।
এরিকসন মাটিতে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে সবার আগে ছুটে যান তিনি। এরিকসনের জিহ্বা যাতে গলায় আটকে না যায়, সেটা নিশ্চিত করেন। তারপর এরিকসেনের বুকে চাপ দিয়ে কৃত্রিম ভাবে তার শ্বাস প্রক্রিয়া চালু রাখেন। চিকিৎসকরা মাঠে আসার আগেই কায়ের এরিকসনের জন্য সিপিআর চালু করে দেন।
এরপর দেখা মেলে দারুণ এক দৃশ্যের। সতীর্থদের নিয়ে এরিকসেনের চারপাশে মানব প্রাচীর তৈরি করে দেন কায়ের। তারপর চিকিৎসকরা এসে এরিকসেনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এরিকসেনের জীবন ফিরে পাওয়ার জন্য কৃতিত্ব অবশ্য অনেকেই পাবেন। তিনি যখন মাটিতে পড়ে গেলেন, তখন রেফারি অ্যান্টনি টেলর সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দেন। এরপর চিকিৎসক দল অত্যন্ত তৎপরতার সঙ্গে প্রাথমিক চিকিৎসা শুরু করে। ডেনমার্কের ফুটবলাররা এরিকসেনের চারপাশে মানব বলয় তৈরি করেন। তবে তাদের সবাইকেই ছাপিয়ে গেছেন ড্যানিশ অধিনায়ক কায়ের।
এমএইচ