করোনা নেগেটিভ আরমানি, কোপায় আর্জেন্টিনার গোলরক্ষক কে?

অবশেষে করোনা নেগেটিভ হয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। দীর্ঘদিন করোনা পজিটিভ থাকার পর এই রোগ থেকে মুক্তি মিলেছে তার। করোনা আক্রান্ত থাকা অবস্থাতেই আর্জেন্টিনার কোপা আমেরিকার স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন আরমানি।
তিনি করোনা নেগেটিভ হওয়ার পর এবার প্রশ্ন উঠেছে, কে সামলাবেন কোপায় আর্জেন্টিনার গোলবারের দায়িত্ব? দেশটির নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানাচ্ছে, এই নিয়ে দ্বিধায় আছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্ক্যালোনি।
যদিও তারা জানাচ্ছে, চিলির বিপক্ষে গোলবারের দায়িত্ব সামলানোর বিষয়ে এগিয়ে আছেন অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজ। কোপার ঠিক আগে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচেও শুরুর একাদশে ছিলেন তিনি। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে অবশ্য মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন মার্টিনেজ।
তবে তিনি সুস্থ আছেন, এবং কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচে গোলরক্ষক হিসেবে তিনিই স্ক্যালোনির প্রথম পছন্দ বলে জানা গেছে। রোববার বাংলাদেশ সময় দিবাগত রাতে শুরু হচ্ছে এবারের কোপা। আর্জেন্টিনা অবশ্য মাঠে নামবে এর একদিন পর।
এমএইচ