এশিয়া কাপে বুমরাহকে খেলানো নিয়ে শঙ্কা

সাম্প্রতিক সময়ে বারবার চোটে পড়ছেন জসপ্রিত বুমরাহ। তাই বেছে বেছে ম্যাচ খেলতে হচ্ছে তাকে। চলমান ইংল্যান্ড সফরে হেডিংলি ও লর্ডসের পর ম্যানচেস্টার টেস্টে খেলছেন তিনি। পাঁচ ম্যাচ সিরিজের বাকি দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় এই পেসারকে।
এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ খেলার পরিকল্পনা আছে ভারতের। সেই সিরিজে বুমরাহকে না খেলানর সম্ভাবনাই বেশি। কারণ এশিয়া কাপের জন্য তাকে প্রস্তুত রাখতে চায় বিসিসিআই।
এশিয়া কাপের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ আছে ভারতের। তাই এশিয়া কাপে সবগুলো ম্যাচ বুমরাহকে খেলানো হলে, পরবর্তী সেই সিরিজগুলোতে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তাই এশিয়া কাপে তাকে সবগুলো ম্যাচ খেলানো হবে কি না তা নিয়ে দ্বিধায় আছে ভারত।
বিসিসিআইয়ের সূত্রটি পিটিআইকে জানিয়েছে, 'এটা কঠিন সিদ্ধান্ত হবে। তবে বুমরাহ টেস্ট ক্রিকেট ভালোবাসেন এবং এখানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্টও আছে। টি-টোয়েন্টির ক্ষেত্রে সে জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজ খেলতে পারে, যা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ড্রেস রিহার্সাল।'
'যদি বুমরাহ এশিয়া কাপে খেলে এবং ভারত ফাইনাল পর্যন্ত যায়, তাহলে তার পক্ষে আহমেদাবাদে প্রথম টেস্ট খেলা সম্ভব নয়। তখন প্রশ্ন উঠবে, আপনি কি বুমরাহকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলাবেন, না কি এক মাসের বিশ্রামের পর এশিয়া কাপ খেলিয়ে নভেম্বরের সাউথ আফ্রিকা সিরিজের জন্য প্রস্তুত রাখবেন? এই সিদ্ধান্ত নিতে হবে অজিত আগারকার ও গৌতম গম্ভীরকে।" প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বুমরাহকে খুব বেশি ওয়ানডেতে খেলানো হবে না বলেও জানা গেছে।'
এইচজেএস