৬ আগস্ট শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প, কোচরা আসবেন কবে?

টানা দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর বর্তমানে বিশ্রামে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এই সময়টা নিজেদের মতো করে উপভোগ করছেন তারা। তবে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ চূড়ান্ত হওয়ায় আবারো ক্রিকেটে ফিরতে হচ্ছে তাদের।
আগস্টে ভারতের বিপক্ষে খেলার কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে এক বছরের জন্য। ফলে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে পূর্ব নির্ধারিত কোনো সিরিজ ছিল না। তবে এই ফাঁকা সময়কে কাজে লাগাতে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করছে বিসিবি।
সবকিছু ঠিক থাকলে চলতি মাসের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে এই সিরিজটি। সিরিজ শুরুর আগে অবশ্য স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন ক্রিকেটাররা। তাসকিন আহমেদ এবং লিটন দাসরাও অবশ্য সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন আগেই। বিসিবি তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন।
আজ রোববার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন ক্যাম্প শুরুর কথা। তিনি বলছিলেন, '৬ তারিখে ঢাকায় ক্যাম্প শুরু হবে। সবাই আসবে, ফিটনেস দিয়ে শুরু হবে। তারপর কোচরা চলে আসবে ১১, ১২, ১৩ তারিখ...এরকম সময়ের মধ্যে কোচরা আসা শুরু করবে।'
'কোচরা আসার পর এখানে স্কিলের কাজ শুরু হবে। তবে এখান থেকে ক্যাম্পটা চলে যাবে। আমরা আশা করছি ক্যাম্পটা চলে যাবে সিলেটে। সিলেটে কিছুদিন অনুশীলন করবে। তারপর ইনশাআল্লাহ আমরা নেদারল্যান্ডসের সাথে সেখানে সিরিজটা খেলবো।’
এসএইচ/এইচজেএস