অলিম্পিকের জন্য ভ্যাকসিন নিলেন রোমানরা

বাংলাদেশে এখন করোনা ভাইরাসের টিকা কার্যক্রম বন্ধ। টোকিও অলিম্পিকে অংশগ্রহণের জন্য বাংলাদেশিদের সঙ্গে ভ্যাকসিন বাধ্যতামূলক। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে বিশেষ ব্যবস্থায় ভ্যাক্সিন বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন নেন টোকিও অলিম্পিকে অংশ নিতে যাওয়া আরচ্যার রোমান সানা,অ্যাথলেট জহির রায়হান।
আরচ্যারি ও ভারোত্তোলন থেকে এখনো ওয়াইল্ড কার্ডের সম্ভাবনা রয়েছে যাদের তাদেরও ভ্যাকসিন দেয়া হয়েছে। টানা দুই এসএ গেমসে স্বর্ণজয়ী ভারত্তোলক মাবিয়াও ভ্যাকসিন নিয়েছেন আজ। খেলোয়াড়দের পাশাপাশি টোকিও অলিম্পিকে অংশ নেবেন যে সকল কর্মকর্তা তারাও ভ্যাকসিন নিয়েছেন।
আরচ্যার রোমান সানা বলেন, ‘বিওএকে ধন্যবাদ এই বিশেষ ব্যবস্থার জন্য। আমরা যেন অলিম্পিকে ভালো করতে পারি সেজন্য দোয়া রাখবেন।’ অলিম্পিকে সম্ভাব্য আরচ্যার ছাড়াও প্যারিস বিশ্বকাপ আরচ্যারিতে খেলতে যাওয়া আরচ্যাররাও আজ ভ্যাকসিন নিয়েছেন। জার্মান কোচ ফ্রেডরিক মার্টিনও ভ্যাকসিন নিয়েছেন।
ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ভ্যাকসিন নিয়ে বলেন, ‘আমি এখন আগের মতোই সুস্থ ও স্বাভাবিক আছি।’ ১১ জুলাই রোমান মাটিয়াদের পরবর্তী ডোজ।
এজেড/এনইউ