বিপিএল ও আইপিএলে খেলা ক্রিকেটার নাম লেখালেন প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে

আন্তর্জাতিক ক্রিকেটে টাইমাল মিলস নামটা খুব একটা পরিচিত না হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সরব উপস্থিতি রয়েছে তার। এবার তিনি নাম লেখালেন প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে।
‘অনলি ফ্যানস’ ওয়েবসাইটে সাধারণত প্রাপ্তবয়স্কদের ছবি ও ভিডিও শেয়ার করা হয়। ব্যবহারকারীরা টাকার বিনিময়ে সেই ছবি ও ভিডিও দেখতে পারেন। তবে মিলস জানিয়েছেন, তিনি ভিন্ন উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন।
‘দ্য অ্যাথলেটিক’-কে মিলস বলেন, “আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই যে, কোনো রকমের প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিও দেওয়া হবে না। শুধু ক্রিকেট সংক্রান্ত ছবি ও ভিডিও দেওয়া হবে। আমার দৈনন্দিন যাপনের (লাইফস্টাইল) কথাও সবাইকে জানাব। আগে কখনও এই ধরনের কাজ করিনি। মুখিয়ে রয়েছি।”

মিলস আরও বলেন, “আমি জানি প্রায় সবাই এই ওয়েবসাইট অন্য কাজে ব্যবহার করেন। প্রাপ্তবয়স্ক ছবি ও ভিডিও দিয়ে নজর কাড়ার চেষ্টা করেন। কিন্তু আমি কখনোই সেটা করব না।”
বাঁহাতি পেসার মিলস ইংল্যান্ডের হয়ে শুধু টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন। ২০১৬ সালে অভিষেক হয়েছিল তার। পরের সাত বছরে মাত্র ১৬টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ১৪টা উইকেট। খুব একটা নজর কাড়তে না পারায় ইংল্যান্ডের জাতীয় দল থেকে বাদ পড়েন মিলস।

তবে লিগ ক্রিকেটে তিনি পরিচিত নাম। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের লিগে খেলেছেন তিনি। বিপিএলে তৎকালীন চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছেন।
এফআই