চমক রেখে ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা, কারা আছেন কারা নেই

আসন্ন এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে বেশ কয়েকজন ক্রিকেটারের জায়গা পাওয়া নিয়ে আলোচনা চলছিল। সেই জল্পনা শেষে সহ-অধিনায়ক হিসেবেই ডাক পেলেন শুভমান গিল। এ ছাড়া অনিশ্চয়তায় থাকা পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়ে ভারত ১৫ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করেছে। বাদ পড়েছেন বেশ কয়েকজন তারকা।
আজ (মঙ্গলবার) দুপুর দেড়টায় ভারতীয় দল ঘোষণার সময় নির্ধারিত ছিল। তবে মুম্বাইয়ে প্রবল বৃষ্টির কারণে নির্বাচকদের নির্দিষ্ট ভেন্যুতে পৌঁছাতে বিলম্ব হয়, ফলে প্রায় দেড় ঘণ্টা দেরিতে এলো আলোচিত সেই স্কোয়াড। প্রধান নির্বাচক অজিত আগারকার ও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া চমক জাগানো দল ঘোষণা করলেন। সূর্যকুমার ফিটনেস টেস্টে উৎরে যাওয়ায় আগেই তার খেলার ছাড়পত্র মিলেছিল। ফলে এশিয়া কাপে তার কাঁধেই থাকছে ভারতীয় দলের নেতৃত্বভার।
A look at #TeamIndia's squad for the #AsiaCup 2025
Posted by Indian Cricket Team on Tuesday, August 19, 2025
এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যার জন্য ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে রয়েছে যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ারের মতো ক্রিকেটারের জায়গা না পাওয়া। বোঝাই যাচ্ছে ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য কতটা প্রতিযোগিতা চলছে ক্রিকেটারদের মধ্যে। এ ছাড়া ইনজুরির কারণে নেই ঋষভ পান্ত। ফিটনেস নিয়ে ভুগতে থাকা পেসার মোহাম্মদ শামির জায়গা মেলেনি। এ ছাড়া ফর্মে থাকলেও, সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত সংস্করণে অনিয়মিত মোহাম্মদ সিরাজ নেই এশিয়া কাপের দলে।
আরও পড়ুন
বাদ পড়েছেন তরুণ ব্যাটার রিয়ান পরাগও। রিংকু সিংকে নিয়ে শঙ্কা থাকলেও তিনি ধরবেন সংযুক্ত আরব আমিরাতের বিমান। এ ছাড়া উইকেটরক্ষক হিসেবে সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা; টপ অর্ডারে অভিষেক শর্মা, শুভমান, তিলক বার্মা; মিডল অর্ডারে সূর্যকুমার, শিভাম দুবে; অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল; স্পিনার বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং পেস বিভাগ সামলাবেন বুমরাহ, আর্শদীপ সিং ও হার্ষিত রানা।
আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপের আসর বসবে। মহাদেশীয় এই সর্বোচ্চ প্রতিযোগিতায় ভারত ‘এ’ গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পাশাপাশি ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে।
ভারতের এশিয়া কাপ স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্ষিত রানা ও রিংকু সিং।
এএইচএস