মুশফিকের যে জয় বাংলাদেশেরও

ক্রিকেটকে আরও বেশি আকর্ষণীয় ও দর্শকবান্ধব করতে বেশকিছু উদ্যোগ হাতে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর একটি প্রতিমাসের সেরা পারফর্মার বেছে নিয়ে পুরস্কৃত করা।
আইসিসির মে মাসের সেরা হওয়ার দৌড়ে অন্য দুই ক্রিকেটারের সঙ্গে নাম এসেছিল বাংলাদেশের মুশফিকুর রহিমের। পাকিস্তানের হাসান ও শ্রীলঙ্কার প্রবিন জয়াবিক্রমাকে পিছনে ফেলে মে মাসের অসাধারণ পারফরম্যান্সের জন্য সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং সমর্থকদের ভোটে সেরা নির্বাচিত হয়েছেন মুশফিক।
প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জেতার পর এটি দেশের জয় হিসেবেই দেখছেন তিনি। সোমবার পাঠানো এক ভিডিও বার্তায় মুশফিক বলেন, ‘ধন্যবাদ সবাইকে। বিশেষ করে আইসিসিকে। মে মাসের সেরা ক্রিকেটার বাছাইয়ে সুযোগ দেওয়ার জন্য এবং আমাকে নির্বাচিত করার জন্য। তার চাইতেও বড় ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে ভোট দিয়েছেন। আমি মনে করি এটা শুধু আমাকে নয়, বাংলাদেশকে আপনারা জিতিয়েছেন।’
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে গত মাসে প্রথম ম্যাচে ৮৪ রান করেন মুশফিক। দ্বিতীয়টিতে ১২৫ ও শেষ ম্যাচে ২৮ রান করেন তিনি। সব মিলিয়ে ২৩৭ রান নিয়ে সিরিজ সেরার পুরস্কার পান এই তারকা ক্রিকেটার। এর স্বীকৃতি হিসেবেই ওই মাসের বিশ্বসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
পুরস্কার প্রাপ্তির পর কৃতজ্ঞতা জানান মুশফিক, ‘আমার চেষ্টা থাকবে সামনে (আরও ভালো করার)। শুধু মাস সেরা ক্রিকেটার হিসেবে নয়, আমার এ পারফরম্যান্স যেন সারাবছর জুড়ে বজায় থাকে। যেন অনেক ভালো ভালো ইনিংস ও ম্যাচ উইনিং ইনিংস উপহার দিতে পারি।’
আইসিসির ভোটিং একাডেমি ও সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা ক্রিকেটার। যেখানে ভোটিং একাডেমির ৯০ শতাংশ রায় নেওয়া হয়, ১০ শতাংশ সমর্থকদের ভোট গ্রহণ করা হয়। সমর্থকরা যে কেউই পারেন ভোট দিতে। ভোটিং একাডেমিতে রয়েছেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক।
টিআইএস/এনইউ