নিজের জালে বল জড়িয়ে ইতিহাসে এই গোলরক্ষক

স্লোভাকিয়ার বিপক্ষে হেরে নিজেদের ইউরো মিশন শুরু করেছে পোল্যান্ড। ম্যাচের ৬২ মিনিটে দশজনের দল হয়ে পড়া পোলিশরা ম্যাচ হেরেছে ২-১ গোলে। ম্যাচের প্রথমার্ধেই অবশ্য আত্মঘাতি গোল খেয়ে পিছিয়ে পড়েছিল তারা। এতে বড় দায় ছিল দলটির গোলরক্ষক শেজনির।
স্লোভাকিয়ার ফুটবলার রবার্ট ম্যাকের নেওয়া শট গোলপোস্টে লেগে ফিরে আসে। এমন সময়ই বল পায়ে লেগে যায় শেজনির। আত্মঘাতি গোলে এগিয়ে যায় স্লোভাকিয়া। এতেই ইতিহাসে জায়গা করে নিয়েছেন পোল্যান্ডের ডিফেন্ডার শেজনি।
প্রথম গোলরক্ষক হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ইউরোতে আত্মঘাতি গোল করেছেন তিনি। এর আগে আর কোনো গোলরক্ষকই ইউরোতে নিজেদের জালে বল জড়াননি।
এই ম্যাচের ৬২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখেন ক্রাজোয়িক। পোল্যান্ডের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে বড় টুর্নামেন্টে লাল কার্ড দেখেছেন তিনি। এর আগে ২০০৬ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে রাডিসল সুবুলেওয়িস্কি ও ২০১২ ইউরোতে গ্রিসের বিপক্ষে ওয়াইজাক শাজেসনি লাল কার্ড দেখেন।
এমএইচ/ওএফ