বাফুফের সভায় বিশেষ অতিথি মন্ত্রিপরিষদ সচিব

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে ) বৃহস্পতিবার দুপুরে উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপিকে বাফুফে ভবনে আসার নিমন্ত্রণ জানিয়েছে বাফুফের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি। জাহিদ আহসান রাসেলের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আকতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিমও আসছেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি’র মহাপরিচালক রাশিদুল হাসানও বৈঠকে যোগ দিচ্ছেন।
বৈঠকে ভিন্ন মাত্রা যোগ করেছে বিশেষ অতিথি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম (মিলু )। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ফুটবল উন্নয়নের জন্য সরকারের সাহায্যের বিকল্প নেই। এজন্য আমরা সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গদের আমন্ত্রণ জানিয়েছি।’
বাফুফে আলোচনায় পাঁচটি আলোচ্যসূচি ঠিক করেছে। এক নম্বরে রেখেছে আসন্ন বাজেটে ফুটবলের জন্য বিশেষ বরাদ্দ। গত অর্থ বছরে বাফুফে সরকারের কাছ থেকে ২০ কোটি টাকা পেয়েছিল। এবার তাদের চাহিদা ৪০ কোটি। বাফুফে ঢাকার আশেপাশে ফিফা ও এএফসির গাইডলাইন অনুযায়ী একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করতে চায়। কক্সবাজারে ক্রিকেটের পাশাপাশি আলাদা ফুটবল স্টেডিয়ামও এই আলোচনার সূচির মধ্যেও রয়েছে।
আর্থিক সাহায্য ছাড়াও কিছু প্রশাসনিক সাহায্যও চাইবে ফুটবল ফেডারেশন। জেলা পর্যায়ে ফুটবল এসোসিয়েশনগুলো যেন টুর্নামেন্ট ও লিগ আয়োজনে যথাসময়ে স্টেডিয়াম ব্যবহার করতে পারে। এগুলো ছাড়া আলোচনা সূচির মধ্যে রয়েছে কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইট, ড্রেসিংরুম উন্নয়ন, পল্টন ময়দানে মিনি স্টেডিয়াম, বাফুফে ভবনের সামনে জিম নির্মাণ সহ আরো অনেক কিছু।
এনইউ/এজেড/এটি