নির্বাচনের জট কাটছেই না মোহামেডানের

৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন। বহুল কাঙ্খিত সেই নির্বাচন শনিবার অনুষ্ঠিত হচ্ছে না। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আমিন উদ্দিন বলেন, ‘নির্বাচনের আগে কিছু সাংগঠনিক বিষয় রয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করা। সেই তালিকা এখনো চূড়ান্ত না হওয়ায় নির্বাচন পিছিয়ে যাচ্ছে।’
আমিন উদ্দিনকে হাইকোর্ট থেকে অর্ন্তবর্তীকালীন সভাপতি নিয়োগ দেয়া হয়েছে। এই পর্যন্ত তিনি দুই বার নির্বাচনের দিনক্ষণ দিয়েছিলেন। প্রথমবার এপ্রিলের ২০,সেটা করোনার জন্য স্থগিত হয়। পরবর্তীতে ৯ জানুয়ারি পুনঃনির্ধারিত হয়। সেই তারিখ আবার পিছিয়ে যাচ্ছে।
মোহামেডানের স্থায়ী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি বলেন,‘ ভোটার তালিকা তৈরি করা পরিচালনা পর্ষদের কাজ। পরিচালনা পর্ষদ ভোটার তালিকা প্রস্তুত করে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করবে সেটাই নিয়ম। পরিচালনা পর্ষদ সেটা করেনি এখনো। ’
ক্লাবের অন্যতম পরিচালক ও বিশিষ্ট ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা বলেন,‘ পরিচালনা পর্ষদের অনেকে অসুস্থ ছিলেন। আমাদের স্থায়ী সদস্যের অনেকে ষাটোর্ধ্ব। এই করোনার সময়ে এজিএম ও নির্বাচন করা কিছুটা ঝুকিপূর্ণই।’
মোহামেডানের স্থায়ী সদস্য ২১৩ জন। সাবেক ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া শতাধিক ব্যক্তিকে সদস্য বানিয়েছিলেন। তারা ভোটাধিকার পাবেন কিনা এটা নিয়েই মূলত ভোটার তালিকা প্রণয়নে সমস্যা হচ্ছে বলে জানা গেছে বিভিন্ন সূত্রে।
এজেড/এটি/এনইউ