৪-১ বা ৫-১ ব্যবধানে জিততে পারত আর্জেন্টিনা

এবারের কোপা আমেরিকার প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ড্র করেছে আর্জেন্টিনা। ম্যাচে লিওনেল মেসির গোলে প্রথমে এগিয়ে গেলেও পরে পেনাল্টি পায় চিলি। যদিও ভিদালের নেওয়া শট ঠেকিয়ে দেন আলবিসেলেস্তে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পরে অবশ্য ফিরতি বল পেয়ে হেডে গোল করেন ভার্গাস।
এই ম্যাচে বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও মিস করে আর্জেন্টিনা। নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্টিনেজরা গোল মিসের মহড়া দেন। এগুলো গোল হলে ৪-১ বা ৫-১ ব্যবধানে আর্জেন্টিনা জিততে পারত বলে দাবি করেছেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
তিনি বলেন, ‘আমরা ছয় বা সাতটা পরিষ্কার সুযোগ পেয়েছিলাম, সেগুলো হারিয়েছে এবং তাতে করে চিলি ভালো একটা ড্র করল।আজ যে সুযোগগুলো আমরা তৈরি করেছিলাম, তা ৪-১ বা ৫-১ ব্যবধানে জয়ের জন্য যথেষ্ট ছিল।’
নিজেদের সর্বশেষ তিন ম্যাচেই ড্র করেছে আর্জেন্টিনা। এই ম্যাচগুলো নিয়ে মার্টিনেজ বলেন, ‘আমি বিশ্বাস করি তিনটি ম্যাচেই আমরা প্রতিপক্ষের চেয়ে ভালো খেলেছি। আমাদের বেশ কয়েকটি সুযোগ ছিল ভালোভাবে শেষ করার, কিন্তু আমরা পারিনি। চিলি দারুণ এক ড্র পেয়েছে, আমাদের জন্য এটা তিক্ত স্বাদ।’
তিনি আরও বলেন, ‘উন্নতির অনেক জায়গা আছে। কিন্তু আজকে আমরা যা তৈরি করেছি, এটা দারুণ। যখন একজন যাচ্ছিল, তখন সবাই এগিয়ে গেছে। আমাদের দলটা বেশ ঐক্যবদ্ধ এবং আমরা আত্মবিশ্বাসী নিজেদের নিয়ে।’