১৯ জনের কমিটিতে ভোটার মাত্র ৩৭

অনেক জাতীয় ক্রীড়া ফেডারেশনের মেয়াদ উত্তীর্ণ আবার অনেক ফেডারেশন চলছে অ্যাডহক ভিত্তিতে। ফেডারেশনগুলোর নিয়ন্ত্রক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ ইতোমধ্যে ভলিবল, হ্যান্ডবল, আরচ্যারি ও টেনিস ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করার প্রক্রিয়া শুরু করেছিল। করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য এই ফেডারেশনগুলোর নির্বাচনী প্রক্রিয়া আপাতত স্থগিত করেছে দেশের অন্যতম নিয়ন্ত্রক ক্রীড়া সংস্থা। বিশেষ করে ভলিবলে মনোনয়ন পত্র বিতরণও হয়েছে। এরপরও জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচন প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নেয়।
কয়েকটি ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া স্থগিত করলেও সাইক্লিং ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া প্রায় সম্পন্ন। সাইক্লিং ফেডারেশনের নির্বাচন সম্পন্ন হওয়ার পেছনে কারণ সম্পর্কে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম বলেন, ‘সাইক্লিংয়ে তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার একটি আইনি নির্দেশনা রয়েছে। এজন্য আমরা আইনী নির্দেশনা অনুসরণ করে নির্বাচন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি।’
সাইক্লিং ফেডারেশন চলছিল অ্যাডহক কমিটি দিয়ে। অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তাহের উল ইসলাম চৌধুরি নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হচ্ছেন। অ্যাডহক কমিটিতে থাকা সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার আসন্ন নির্বাচিত কমিটিরও সহ-সভাপতি থাকছেন।
গত পরশু দিন প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। কার্য নির্বাহী কমিটির ১৯ পদের বিপরীতে অতিরিক্ত কোনো মনোনয়ন জমা পড়েনি। ১৯টি মনোনয়নই বৈধ হিসেবে গণ্য হয়েছে। ১৭ জুন কেউ প্রত্যাহার না করলে এই কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
সাধারণত ফেডারেশনগুলোতে যুগ্ম সম্পাদক পদ থাকে দু’টি। সাইক্লিং ফেডারেশনে তিনটি। সহ-সভাপতি পদও তিনটি। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ একজন এবং সদস্য ১১ জন। জাতীয় ক্রীড়া পরিষদ পরবর্তীতে দুই জন মনোনীত করবেন।
সাইক্লিং অনেক পুরনো ফেডারেশন হলেও এর বিস্তৃতি ঘটেনি তেমন। এবারের নির্বাচনে সাইক্লিংয়ের ভোটার বা কাউন্সিলর ছিলেন মাত্র ৩৭ জন। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের পাচ জন মনোনীত কাউন্সিলর, সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক একজন। প্রকৃত অর্থে সাইক্লিং ফেডারেশনের অধীভুক্ত সংস্থার কাউন্সিলর সংখ্যা মাত্র ৩১। জেলা ও বিভাগ সব মিলিয়ে সাইক্লিং ফেডারেশনের ভোটার ২৪ জন। সার্ভিসেস সংস্থা পাচটি আর মহিলা ক্রীড়া সংস্থা এবং মুক্তিযোদ্ধা সংসদ ফেডারেশন ফেডারেশনের কাউন্সিলর। নতুন নির্বাচিত কমিটি সাইক্লিংয়ের প্রসার ঘটাতে পারে কিনা সেটাই দেখার বিষয়।
এজেড/এটি