প্রাণবন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারি

দীর্ঘদিন পর আবারও প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে উঠেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারি। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ উপলক্ষে হাজারো দর্শক ভিড় জমায় স্টেডিয়ামে। খেলার প্রতিটি মুহূর্তে করতালি, উল্লাস আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। গ্রিন গ্যালারির দর্শক সারি যেন এক টুকরো উৎসবের চিত্র।
ম্যাচ শুরুর অনেক আগেই ক্রিকেটপ্রেমীরা দলে দলে এসে পৌঁছান স্টেডিয়ামে। লাল-সবুজ পতাকা, জার্সি ও মুখে রঙ মেখে তরুণ-তরুণীরা তৈরি করেন এক উচ্ছ্বাসময় পরিবেশ। পরিবারের ছোট-বড় সবাই মিলে খেলা উপভোগ করতে আসেন। বিশেষ করে শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শকদের অনেকেই জানান, সিলেট স্টেডিয়ামের পরিবেশ তাদের কাছে অন্যরকম আনন্দের, যা দেশের অন্য কোথাও পাওয়া কঠিন।
গ্যালারিতে বসা দর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশের খেলা মানেই আবেগ। সিলেটে যখন খেলা হয়, তখন আমরা প্রাণ খুলে উপভোগ করি। গ্রিন গ্যালারি শুধু গ্যালারি নয়, এটা এখন আমাদের আবেগের জায়গা।

আরেক দর্শক শিউলি আক্তার জানান, পরিবার নিয়ে এখানে আসা সত্যিই অন্যরকম অভিজ্ঞতা। খেলা দেখা আর এই পরিবেশ উপভোগ করা দুটোই অসাধারণ।
গ্রিন গ্যালারিতে বসে একসঙ্গে স্লোগান, ঢাক-ঢোলের বাজনা আর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার দৃশ্য পুরো স্টেডিয়ামকে রাঙিয়ে তোলে দেশপ্রেমের আবেগে। মাঠের খেলোয়াড়রাও দর্শকদের এই উচ্ছ্বাসে অনুপ্রাণিত হয়ে লড়াইয়ে আরও দৃঢ় হন বলে মনে করেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ।
স্থানীয় হোটেল অর্কিড গার্ডেনের ব্যবসায়ী সারওয়ার খান ঢাকা পোস্টকে বলেন, সিলেটে আন্তর্জাতিক ম্যাচ মানেই শহরে আলাদা রকম উৎসব। হোটেল, রেস্টুরেন্ট, পরিবহনসহ নানা খাতে বাড়তি কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়। এতে স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা জানান, দর্শকদের এমন সাড়া প্রমাণ করে সিলেট এখন আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ভেন্যু। ভবিষ্যতে এখানে আরও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
সব মিলিয়ে বলা যায়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারি শুধু ক্রিকেট ম্যাচের দর্শকসারি নয় এটি হয়ে উঠেছে আবেগ, উচ্ছ্বাস আর দেশপ্রেমের প্রতীক। বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচে দর্শকদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠা এই গ্যালারি আবারও প্রমাণ করল বাংলাদেশে ক্রিকেট শুধু খেলা নয়, বরং এক অনন্য সামাজিক উৎসব।
এইচজেএস