ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণে প্রাণ গেল একজনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘ডন’। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।
বাজাউর জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির খার তেহসিল কাউসার ক্রিকেট গ্রাউন্ডে খেলা চলছিল। উচ্চপ্রযুক্তির ডিভাইস ব্যবহার করে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে। মনে হচ্ছে এটি কোনো পরিকল্পিত হামলা।
ক্রিকেট মাঠে বিস্ফোরণের ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, হঠাৎ করে হওয়া বিস্ফোরণে আতঙ্কিত হয়ে মানুষ দিকবিদিক ছোটাছুটি করছেন। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এলাকার অনেকাংশ। বিস্ফোরণের পর ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহত হন কয়েকজন, যাদের মধ্যে শিশুও রয়েছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের।
— Bilal Yasir (@BilalYasirBjr) September 6, 2025
গত শনিবার পাঞ্জাবের লাঘরি জেলার লোয়ি মামুন্দ এলাকায় কোয়াডকপ্টার দিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। যেখানে এক পুলিশ সদস্যসহ দুজন আহত হন। সূত্রের বরাতে ডন বলছে, ওই হামলায় আহত হয়েছেন কনস্ট্যাবল মোহাম্মদ হাবিব ও নাজিব খান নামে এক সাধারণ নাগরিক। এ ছাড়া পার্ক করে রাখা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন
জেলা পুলিশের জনসংযোগ কর্মকর্তা ইসরার খান জানিয়েছেন, খার জেলা সদরদপ্তর হাসপাতালে আহতদের তাৎক্ষণিকভাবে নিয়ে যাওয়া হয়েছে। কোয়াডকপ্টার দিয়ে পুলিশ স্টেশনেও হামলা পরিচালনা করেছে সন্ত্রাসীরা। যদিও ওই দফায় তাদের হামলা ব্যর্থ হয়ে যায়। ওই ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি। তবে সপ্তাহ দুয়েক আগে সন্ত্রাসীদের ধরতে অপারেশন সারবাকাফ পরিচালনা করায় এমন হামলা বলে ভাষ্য পুলিশের।
এএইচএস