তুরস্কের সাথে যুব ও ক্রীড়ার উন্নয়নে সমঝোতার উদ্যোগ

তুরস্কের সাথে যুব ও ক্রীড়া বিষয়ক এমওইউ (সমঝোতা স্মারক) স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম পি। আজ (বুধবার) দুপুরে সচিবালয়ে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎ এর পূর্বে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতের সাথে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ব্ল্যাডম্যানের আয়োজনে তরুণদের অংশগ্রহণে ১০,০০০ বৃক্ষরোপনের কর্মসূচি ‘গ্রীণজেন মুভমেন্ট’ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘তুরস্কের রাষ্ট্রদূত আমাদের সাথে যুব ও ক্রীড়া বিষয়ক সমঝোতা স্মারক সাক্ষরের প্রস্তাব দিয়েছেন । অচিরেই এ বিষয়ে উভয় দেশের পক্ষ হতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে। এ সমঝোতা স্মারকের মধ্যে দিয়ে উভয় দেশের মধ্যে দিয়ে যুব বিনিময় কার্যক্রম গ্রহণ করা হবে এবং উভয় দেশের অভিজ্ঞ কোচের মাধ্যমে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে। যা বন্ধু প্রতীম দুই রাষ্ট্রের মধ্যে এক নব দিগন্তের সূচনা করবে।’
তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, ‘মায়ানমার থেকে বাস্তুচ্যুত নির্যাতিত অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সরকার সারা বিশ্বে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। আমি আশা করি, রোহিঙ্গা ইস্যুতে পূর্বের মতো ভবিষ্যতেও তুরস্ক বাংলাদেশের পাশেই থাকবে।’
এ সময়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল তুরস্ক সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তুরস্ক আমাদের ভালো বন্ধু। আমি আশা করি, তুরস্ক সরকার বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি তুরস্কের শ্রমবাজারে বিনিয়োগ করবে।’
এজেড/এমএইচ