এশিয়া কাপের সুপার ফোরে খেলা নিয়ে যা বললেন নান্নু

এশিয়া কাপের শুরুটা ভালো করলেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে খারাপ অবস্থায় রয়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে আফগানিস্তানের বিপক্ষে ভালো রান রেটেই জিততে হবে। হারলে স্বপ্ন শেষ তো হবেই, অন্যদিকে বড় জয় না পেলেও ছিটকে পড়তে হবে টুর্নামেন্ট থেকে।
বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন রান রেট ধরে রেখে এগিয়ে যাওয়া জরুরি। তার মতে, শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় ছিল অত্যন্ত হতাশাজনক এবং এই ম্যাচে দল সব দিক থেকেই ব্যর্থ হয়েছে।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, 'এখন বি গ্রুপে এই জায়গা থেকে উতরানো খুব কঠিন। তাহলে আফগানিস্তানের সাথে ভালো রান রেট নিয়ে এগোতে হবে। শ্রীলঙ্কার সাথে ম্যাচটা যথেষ্ট হতাশাজনক এবং সব বিভাগেই আমরা ব্যর্থ হয়েছি।'

নান্নু মনে করেন, টস জিতে আগে ব্যাটিং না করার সিদ্ধান্তটি দলের আত্মবিশ্বাসের অভাব থেকেই এসেছে, '(টস জিতে আগে ব্যাটিং না করা) আমাদের আত্মবিশ্বাসের অভাব এখান থেকে আছে। এগুলো থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। এখন টিম ম্যানেজমেন্টকে চিন্তা করতে হবে কিভাবে পরবর্তী ম্যাচ খেলবে।'
যদিও দলের বর্তমান অবস্থান কঠিন, তবুও নান্নু এখনো সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা দেখেন, '(সুপার ফোর সম্ভাবনা) অবশ্যই। এখানে অনেক কিছুই হবে। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ আছে, আমাদের আফগানিস্তানের সাথে ম্যাচ আছে। সুতরাং এখনো সুপার ফোরের দরজা খোলা আছে।'
এসএইচ/এএল