ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল বার্সা

শঙ্কা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত সত্যি হলো সেটাই। সময়মতো সেরে উঠতে না পারায় চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বার্সেলোনার স্কোয়াড থেকে বাদ পড়েছেন লামিনে ইয়ামাল। ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপীয় মিশন শুরু করছে কাতালান জায়ান্টরা। তবে তরুণ এই উইঙ্গারকে ছাড়াই কাতালানদের মাঠে নামতে হবে।
বৃহস্পতিবার (বাংলাদেশ সময় রাত ১টা) চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা। এর আগের দিন ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন ক্লাবটির কোচ হানসি ফ্লিক। সেই তালিকায় ছিলেন না ইয়ামাল। এর আগে লা লিগায় নিজেদের শেষ ম্যাচেও একই কারণে ১৮ বছর বয়সী তারকাকে পায়নি বার্সা।
চলতি মাসের শুরুতে চোট নিয়ে স্পেন জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন ইয়ামাল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলেন তিনি। ফলে অবস্থা আরও খারাপের দিকে যায়। ক্যাম্প থেকে ফেরার পর পরীক্ষা-নিরীক্ষায় ইয়ামালের কুঁচকির চোট ধরা পড়ে। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি।

স্পেনের হয়ে ইয়ামালকে অতিরিক্ত সময় খেলানো নিয়ে বার্সা কোচ হানসি ফ্লিক আগেই অসন্তোষ প্রকাশ করেছেন। এদিকে ইয়ামালের মতো ইনজুরি সমস্যায় রয়েছেন দলের আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ডিফেন্ডার আলেসান্দ্রো বালদে হ্যামস্ট্রিং চোটে ভুগছেন। হাঁটুর চোটে মাঠের বাইরে মিডফিল্ডার গাভিও। ফলে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে এই দুইজনকেও পাচ্ছে না বার্সেলোনা।
তবে বার্সেলোনার জন্য একটুখানি স্বস্তি হয়ে এসেছে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ফেরা। পেশির চোট কাটিয়ে উঠেছেন ডাচ মিডফিল্ডার। ভ্যালেন্সিয়ার বিপক্ষে না খেললেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দলে থাকছেন তিনি। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল বার্সেলোনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইন্টার মিলানের কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছিল। পরে সেই ইন্টারকে হারিয়েই প্রথমবারের মতো শিরোপা জেতে পিএসজি।

নতুন মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে ফের দারুণ শুরুর লক্ষ্য বার্সেলোনার। ‘গ্রুপ স্টেজে’ নিউক্যাসল ছাড়াও বার্সা লড়বে পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুজ (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাহা (অ্যাওয়ে) ও কোপেনহেগেনের (হোম) বিপক্ষে।
এএল