পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারাল আফগানিস্তান

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ। তবে সুপার ফোরের সমীকরণ মেলাতে এখন তাকিয়ে আছে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। সুপার ফোরের টিকিট পেতে তিন দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান।
শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও সাদিকুল্লাহ অটল। বিশেষ করে গুরবাজ বেশ আক্রমণাত্মক ছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি। তৃতীয় ওভারের প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি। তার আগে ৮ বলে করেছেন ১৪ রান।
তিনে নেমে সুবিধা করতে পারেননি করিম জানাত। এই টপ অর্ডার ব্যাটার ৩ বল খেলে করেছেন এক রান। অভিজ্ঞ এই ব্যাটারকে বোল্ড করেছেন থুসারা।
৩২ রানে দ্বিতীয় উইকেট হারানো আফগানিস্তান তখন তাকিয়ে ছিল অটলের দিকে। তবে হতাশ করেছেন এই তরুণ ওপেনার। থুসারার বলে বোল্ড হয়েছেন তিনি। তাতে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে আফগানিস্তান।
এইচজেএস