‘দ্রুত কামব্যাকের চেষ্টা থাকবে’ সাকিবের

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। টুর্নামেন্ট শুরু হওয়ার পর সেই প্রত্যাশার ছিঁটেফোটাও দেখা গেল না সাকিব আল হাসানের পারফরম্যান্সে। ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ তিনি, বল হাতেও ততটা সফল হচ্ছেন না।
চলতি আসরে ৮ ইনিংসে মাঠে নেমে ১০.২৫ গড়ে করেছেন মাত্র ৮২ রান। বল হাতে ইকোনমি ৫.৭৩ হলেও ৮ ম্যাচে পেয়েছেন মাত্র ৫ উইকেট। সাকিবের নামের সঙ্গে যেটা অনেকটাই বেমানান।
পারফরম্যান্সের এমন বেহাল দশা নিয়ে চিন্তিত সাকিব আল হাসান নিজেও। দ্রুতই কামব্যাকের প্রত্যাশাও তার। নিজের সঙ্গে দলও ঘুঁরে দাঁড়াবে বলে আশা বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
তিনি বলেন, ‘দেখি, কত দ্রুত কামব্যাক করা যায়। চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি। বাকিটা দেখা যাক। তিন দিন বিরতি আছে আমাদের এখন। আমরা গুছিয়ে নিয়ে আবার নতুন ভাবে শুরুর চেষ্টা করব। একটা ম্যাচেরই ব্যাপার (ঘুরে দাঁড়ানো)। যদি আমরা আমাদের ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে অবশ্যই আমাদের ভালো ফল সম্ভব।’
এমএইচ