ম্যাচ ছাপিয়ে মাঠ, যা বললেন কোচ-অধিনায়ক

ঘরোয়া ফুটবল মৌসুমের প্রথম ম্যাচ। মোহামেডান ও বসুন্ধরা কিংসের মধ্যকার চ্যালেঞ্জ কাপের ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠ। ঘাস নেই, গর্ত, উঁচু-নিচু, ডাগ আউটের পেছনে বিশাল ঘাসের সমাহার। এমন মাঠেই বাংলাদেশে কোচ হিসেবে অভিষেক হয়েছে বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন কোচ মারিও গোমেজের।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবলে যারা কাজ করেন তাদের মধ্যে অন্যতম হাইপ্রোফাইল গোমেজ। আর্জেন্টাইন কোচের কাছে একটি দেশের শীর্ষ পর্যায়ের খেলা এমন হতশ্রী মাঠে হওয়াটা অস্বাভাবিকই। এরপরও যেন সৌজন্যতার খাতিরে কোনো প্রশ্ন বা অভিযোগ করেননি, 'দুই দলই একই মাঠে খেলেছে। আশা করি সামনে মাঠ আরো ভালো হবে।'
কিংসের প্রতিপক্ষ মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লা। কিংসের আর্জেন্টাইন কোচ কিছু মাঠ নিয়ে সরাসরি অভিযোগ বা সমস্যার বিষয় উল্লেখ না করলেও মোহামেডানের অধিনায়ক মেহেদী মিঠু অবশ্য বললেন, 'মাঠ তো খারাপই। এরপরও কোনো অজুহাত নেই ভালো খেলতে পারিনি হেরেছি।'
লিগ চ্যাম্পিয়ন হিসেবে চ্যালেঞ্জ কাপের ভেন্যুর স্বাগতিক মোহামেডান। সেই মোহামেডান কুমিল্লা ভেন্যু আনুষ্ঠানিকভাবে পেয়েছে ১৪ সেপ্টেম্বর। দিন চারেক পেরিয় গেলেও মাঠ উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখেনি বলে জানা গেছে। শেষ পর্যন্ত ফুটবল ফেডারেশন উদ্যোগ নিয়ে মাঠের কাজ ধরেছে গতকাল। এতে কোনোমতে আজকের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের আন্তরিকতার অভাবের পাশাপাশি ফেডারেশনের অদূরদর্শীতাও রয়েছে। ২৩ সেপ্টেম্বর থেকে ফেডারেশন কাপ শুরু হবে। ফেডারেশন কাপে হোম অ্যান্ড অ্যাওয়ে নেই ফেডারেশনের দায়িত্বেই থাকে মাঠ। এবার ফেডারেশনের কাপের অন্যতম ভেন্যু কুমিল্লা। ফলে কুমিল্লা ভেন্যু প্রস্তুত ফেডারেশনেরও দায়িত্বের মধ্যেও পড়ে।
আজকের মাঠ অপ্রস্তুত থাকলেও পাঁচটি গোল, দুই পেনাল্টি ও লাল কার্ড হয়েছে। বসুন্ধরা কিংস একটি লাল কার্ড দেখলেও আর্জেন্টাইন কোচ রেফারিং নিয়ে প্রশংসাই করলেন, 'রেফারিং ভালো হয়েছে। প্রথমার্ধে ম্যাচ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। মোহামেডান ভালো দল কিন্তু দ্বিতীয়ার্ধে হঠাৎ তারা ছন্দ হারিয়েছে।'
কিংস এক জন কম নিয়ে প্রায় ৪০ মিনিট খেলেছে। এক জন বেশি থাকার পরও কিংস মোহামেডানের জালে দ্বিতীয়ার্ধে তিনবার বল পাঠিয়েছে। কৌশল নিয়ে গোমেজ বলেন, 'একজন কম থাকায় ফুটবলাররা অতিরিক্ত শ্রম দিয়েছে। সবার মধ্যে বাড়তি তাড়না ছিল।'
কিংস পাঁচ বারের লিগ চ্যাম্পিয়ন। গত মৌসুমে শিরোপা হাতছাড়া হয়েছে। নতুন কোচের শুরুটা হয়েছে ট্রফি দিয়ে। এ নিয়ে তার মন্তব্য, 'ধাপে ধাপে আমরা এগুতে চাই। এখন এএফসি চ্যালেঞ্জ কাপ, লিগ, ফেডারেশন কাপ নিয়ে আলাদা আলাদা পরিকল্পনা করব।'
এজেড/এইচজেএস