ফখরের আউট নিয়ে আইসিসিতে অভিযোগ পাকিস্তানের

রোববার (২১ সেপ্টেম্বর) সুপার ফোরে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এ ম্যাচের শুরুতেই দেখা দেয় বিতর্ক। ফখর জামানের একটি ক্যাচকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা। সাঞ্জু স্যামসন তার যে ক্যাচটি ধরেছেন সেটি বৈধ কি না, তা নিয়ে দ্বিমত অনেকেরই। এমনকি বিষয়টি নিয়ে ধারাভাষ্যকারদেরও দীর্ঘ সময় ধরে আলোচনা করতে দেখা গেছে।
ঘটনাটি ঘটে তৃতীয় ওভারের তৃতীয় বলে। হার্দিক পান্ডিয়ার স্লোয়ার বল ফখরের ব্যাটে কানা ছুঁয়ে উইকেটকিপার সাঞ্জুর দিকে যায়। বলটি বেশ নিচু হয়ে গিয়েছিল। সাঞ্জু ক্যাচ ধরেই হার্দিকের দিকে দৌড়ে আসেন। হার্দিক প্রথমে বুঝতে পারেননি আউট হয়েছে কি না। তিনি আম্পায়ারদের দিকে তাকান। আম্পায়ারেরাও নিশ্চিত হতে পারেননি। তারা সিদ্ধান্ত নেওয়ার ভার দেন তৃতীয় আম্পায়ারকে।
তৃতীয় আম্পায়ার একাধিক কোণ থেকে ঘটনাটি দেখতে চেয়েছিলেন। প্রথমে সোজাসুজি ঘটনাটি দেখার পর একটু ‘জুম’ করে বিষয়টি দেখা হয়। পরে আরও একটি কোণ থেকে দেখে তিনি আউটের ব্যাপারে নিশ্চিত হন। সোহেল জানান, তার দেখে মনে হয়েছে সাঞ্জুর হাত স্পষ্টভাবেই বলের নিচে ছিল। তাই ক্যাচটি বৈধ।
কিন্তু এবার ফখর জামানের আউট নিয়ে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পিসিবি। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শরণাপন্ন হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
এমনকি ঘটনার পরপরই পাকিস্তান দলের ম্যানেজার নাভেদ আকরাম চীমা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে আপত্তি জানান। তবে এটি রেফারির এখতিয়ারের বাইরে বলে জানানো হলে বিষয়টি তিনি সরাসরি আইসিসির আম্পায়ার ম্যানেজারের কাছে উত্থাপন করেন।
এইচজেএস