ক্রীড়াঙ্গনে প্রকৃত সংস্কারে সাঁতার প্রথম

বাংলাদেশে অনেক ফেডারেশনে একই পদে সাধারণ সম্পাদক হিসেবে দুই-তিন যুগের বেশি সময় থাকার রেকর্ড ছিল। সাঁতার ফেডারেশনে সেই পথ বন্ধ হচ্ছে। আজ ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় একই পদে একই ব্যক্তি দুই মেয়াদের বেশি নয় এমন আইন পাশ হয়েছে।
সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলেন, 'বেশ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এজিএম অনুষ্ঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমেই একই পদে এক ব্যক্তি দুই মেয়াদের বেশি না থাকার সিদ্ধান্ত হয়েছে। আমাদের নতুন গঠনতন্ত্র অনুমোদনের জন্য এখন জাতীয় ক্রীড়া পরিষদে প্রেরণ করব। জাতীয় ক্রীড়া পরিষদ ও আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের অনুমোদনের পর থেকে এই গঠনতন্ত্র কার্যকর হবে।'
সাঁতার ফেডারেশন প্রস্তাবিত গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সী কাউকে নির্বাচনের অযোগ্য হিসেবে বিবেচনা করেছিল। তবে আজকের সভায় কাউন্সিলরদের আলোচনা ও মতামতের প্রেক্ষিতে এটা ৭০ থেকে ৭৫ করা হয়েছে। ক্লাব কাউন্সিলর সংখ্যা ১৫ থেকে বেড়ে ২৫ হয়েছে। কোচেস ও জাজেস এসোসিয়েশনের কাউন্সিলরশিপ নিয়ে আজ আলোচনা হয়েছে। সরকারি নিবন্ধন পেলে এই এসোসিয়েশন কাউন্সিলরশিপ পাবে এমন সিদ্ধান্ত হয়েছে। ফুটবল ও অনেক ফেডারেশনে কোচেস এসোসিয়েশনের কাউন্সিলরশিপ অবশ্য রয়েছে। যাদের অনেকের সরকারি নিবন্ধন নেই বলে জানা।

দেশের দুই শীর্ষ ফেডারেশন ফুটবল ও ক্রিকেটের গঠনতন্ত্র এখনো সংশোধিত হয়নি। সেই দৃষ্টিকোণ থেকে ৫ আগস্ট পরবর্তী ক্রীড়াঙ্গনে প্রথম প্রকৃত সংস্কার সাঁতারই পথ প্রদর্শক হয়ে থাকল। ১৯ বছর পর হওয়া সাঁতার ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় ৮০ জন কাউন্সিলরের মধ্যে ৭৫ জন উপস্থিত ছিলেন। এজিএমে সভাপতিত্ব করেন সাঁতার ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
এজডে/এএল