রোনালদো-হালান্ডদের পেছনে ফেলে কেইনের দ্রুততম সেঞ্চুরি

রীতিমতো উড়ছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। যেভাবে ৩২ বছর বয়সী এই তারকা নিয়মিত গোল করে চলেছেন, তাতে টানা কয়েক ম্যাচ বিরতি হলেই বরং অদ্ভুত মনে হতে পারে! বুন্দেস লিগায় তুলনামূলক নিচের সারির দল ওয়ান্ডার ব্রেমেনকে গতকাল (শুক্রবার) ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। যেখানে বাভারিয়ানদের হয়ে জোড়া গোল করে রেকর্ডবুকে নাম তুলেছেন কেইন।
২০২৩ সাল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলেছেন কেইন। যেখানে তিনি ৪৩৫ ম্যাচে ২৮০ গোল করেন। দল বদলালেও তার গোলের ক্ষুধা মেটেনি। বায়ার্নের হয়ে প্রথম মৌসুমেই তিনি মেজর ট্রফি জয়ের খরা কাটিয়েছেন। যেখানে দারুণ ভূমিকা ছিল এই ইংলিশ তারকার। এবার বায়ার্নের হয়ে ১০৪তম ম্যাচেই পেয়ে গেলেন গোলের সেঞ্চুরি। যা নির্দিষ্ট ক্লাবের হয়ে সবচেয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড।
এতদিন পর্যন্ত রেকর্ডটি ছিল পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও নরওজিয়ান ফরোয়ার্ড আর্লিং হালান্ডের দখলে। ২০১১ সালে রিয়াল মাদ্রিদে থাকাকালে ১০৫তম ম্যাচে ১০০ গোলের ম্যাজিক ফিগার পূর্ণ করেন রোনালদো। তার রেকর্ডটি টিকে ছিল গত বছর পর্যন্ত। ২০২৪ সালে তাতে ভাগ বসান ম্যানচেস্টার সিটি তারকা হালান্ড। তিনিও সমান ১০৫ ম্যাচে শততম গোল করেছেন। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেই সেই মাইলফলক পূর্ণ করলেন কেইন।
আরও পড়ুন
এমন কীর্তিতে স্বভাবতই দারুণ উচ্ছ্বসিত হ্যারি কেইন। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় বায়ার্নের এই ফরোয়ার্ড বলেন, ‘সত্যি বলতে এটি আমার কাছে পাগলাটে মনে হচ্ছে। অবশ্যই এমন একটি সেরা ক্লাবের হয়ে ১০০ গোলে পৌঁছানো আমার জন্য অনেক সম্মানের। এই অবস্থানে পৌঁছাতে ভূমিকা রাখা ক্লাবের সকল স্টাফ, খেলোয়াড়সহ সবাইকে ধন্যবাদ। এত দ্রুত ১০০ গোল করে আমি নিজেও গর্বিত। আশা করি দ্রুততম সময়ে আরেকটি একশ (গোল) করতে পারব।’
চলমান ২০২৫-২৬ মৌসুমে এখন পর্যন্ত ১৫টি গোল করে ফেলেন কেইন, যার জন্য লেগেছে মাত্র ৯ ম্যাচ। বায়ার্নের হয়ে ৮ ম্যাচে ১৪ এবং বাকি একটি গোল করেন সার্বিয়ার বিপক্ষে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে। চলতি মৌসুমে দুটি হ্যাটট্রিকও করেছেন কেইন। গতকাল ৭৮ মিনিটে তাকে বদলি হিসেবে উঠিয়ে নেওয়ায় তৃতীয় হ্যাটট্রিকের আশা ভেস্তে যায়। এই মৌসুমের শেষ পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তি রয়েছে কেইনের। শোনা যাচ্ছে পরের বছর তাকে ফের প্রিমিয়ার লিগের ক্লাবে দেখা যাবে। যদিও সেই সম্ভাবনা নাকচ করেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি।
এএইচএস