দেশের ক্রিকেটে এখন অন্যভাবে অবদান রাখতে চান রাজ্জাক

বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করছিলেন আব্দুর রাজ্জাক। তবে আজ শনিবার পদত্যাগ করেছেন তিনি। তবে ক্রিকেটের সঙ্গেই থাকছেন সাবেক এই ক্রিকেটার। মূলত এবার আরো বড় পরিসরে কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন রাজ্জাক।
সংগঠক হিসেবে দায়িত্ব পালনের উদ্দেশে বিসিবির চাকরি ছেড়েছেন রাজ্জাক। আসন্ন বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়াই করতে যাচ্ছেন তিনি। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন নিয়েছেন তিনি।
মনোনয়নপত্র কিনে বিসিবি চত্বর ত্যাগ করার সময় গণমাধ্যমকে রাজ্জাক বলেছেন, ‘আমি ১৪ বছর জাতীয় দলে খেলেছি। চার বছরেরও বেশি সময় জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি বিশ্বাস করি এখনই নির্বাচকের দায়িত্ব থেকে সময় সরে দাঁড়ানোর সময়। এখন আমার লক্ষ্য দেশের ক্রিকেটে অন্যভাবে অবদান রাখা। আমি চাই যেন জেলা ও বিভাগ থেকে যারা উঠে আসে তারা যেন কিছু শিখে আসে। সেই জায়গায় কাজ করতে চাই।’
এদিকে নির্বাচক প্যানেল থেকে আবদুর রাজ্জাক পদত্যাগ করে বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচনে অংশ নেয়ায় তার জন্য শুভ কামনা জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
তিনি বলেন, ‘প্যানেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রাজ্জাক। নির্বাচন প্রক্রিয়ায় তার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি অবদান রেখেছে। আমরা তার অবদানের জন্য তাকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানাই।’
এসএইচ/এইচজেএস