ভেন্যু ও আম্পায়ার বদল চায় সাব্বিরের রূপগঞ্জ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গত মৌসুমের রানার আপ লিজেন্ডস অব রূপগঞ্জ। শিরোপার খুব কাছে গিয়েও সেটি ছোঁয়া হয়নি তাদের। এবার একদম বিপরীত চিত্র দলটির। রেলিগেশনের শঙ্কায় সাব্বির রহমানরা। প্রথম পর্বের খেলায় সুবিধা করতে পারেনি রূপগঞ্জ। এজন্য খেলতে হবে রেলিগেশন পর্ব।
এরই মধ্যে রেলিগেশন পর্বের ৩ ম্যাচের সূচি ঘোষণা করেছে সিসিডিএম। যেখানে রূপগঞ্জের সঙ্গে রেলিগেশন খেলবে ওল্ড ডিওএইচএস ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। প্রত্যেকেই একবার একে অপরের মুখোমুখি হবে। পয়েন্টের হিসাবে এক দল রেলিগেশন এড়াতে পারবে। বাকি দুই দল আগামী বছর প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা হারাবে।
এই তিন ম্যাচের ভেন্যু সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠ। তবে সেখানে রেলিগেশন পর্ব খেলতে চায় না রূপগঞ্জ। এমনকি ম্যচ অফিশিয়াল বাদলানোরও আবেদন জানানো হয়েছে ক্লাবটির পক্ষ থেকে। এ নিয়ে সিসিডিএম বরাবর একটি চিঠি দিয়েছে নারায়ণগঞ্জের ক্লাবটি।
রূপগঞ্জ ক্লাবের কোঅর্ডিনেটর মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘উল্লিখিত বিষয়ে আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণার্থে জানাচ্ছি যে, লিজেন্ডস অব রূপগঞ্জ প্রতিবছর বিপুল অর্থ বিনিয়োগ করে ভালো ফলাফল অর্জন করার লক্ষ্যে ক্রিকেট দল গঠন করে। তারই ধারাবাহিকতায় গত বছর চ্যাম্পিয়ন দলের সহিত সমান সংখ্যক পয়েন্ট অর্জন করেও নেট রান রেট পার্থক্য বিবেচনায় আমরা রানার আপ হওয়ার গৌরব অর্জন করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ২০১৯-২০ মৌসুমে ভালো দল গঠন করে মাঠ পর্যায়ে লিজেন্ডস অব রূপগঞ্জ এর খেলোয়ারদের পারফরম্যান্স ব্যর্থতায় দলটি রেলিগেশন লিগে অংশগ্রহণ করছে।’
সেই চিঠিতে আরও উল্লেখ আছে, ‘আপনার নিকট বিনীত অনুরোধ আগামী ২১/৬/২০২১ইং তারিখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোন খেলা না থাকায় রেলিগেশন লিগের ২০/৬/২০২১ইং অনুষ্ঠিতব্য লিজেন্ডস অব রূপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস-এর মধ্যকার খেলাটি বিশেষ গুরুত্বপূর্ণ বিধায় ম্যাচটি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে- তৃতীয় আম্পিয়ারের সাহায্যে রিভিউ সুবিধাসহ আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার ও ম্যাচ রেফারি নিয়োগ করে খেলা পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’
রেলিগেশন লিগের তিন দল:
লিজেন্ড অব রূপগঞ্জ, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।
এক নজরে রেলিগেশন লিগের সূচি:
১৯ জুন ২০২১, লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম পারটেক্স, সকাল ১০টা, বিকেসপি
২০ জুন ২০২১,ওল্ড ডিওএইচএস বনাম পারটেক্স, সকাল ১০টা,বিকেএসপি
২১ জুন ২০২১, ওল্ড ডিওএইচএস বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ, সকাল ১০টা,বিকেএসপি
টিআইএস