৬৫০০ কিলো পাড়ি দিয়ে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ

ইতিহাস গড়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে উঠেছিল কাজাখস্তানের চ্যাম্পিয়ন ক্লাব কাইরাত আলমাতি। আজ (মঙ্গলবার) তাদের বিপক্ষে খেলবে চ্যাম্পিয়ন্স লিগে ১৫ বারের শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। দুই দলের এই লড়াই নানা দিক থেকে অসম। কেবল তাই নয়, মাদ্রিদ থেকে ৪০০০ মাইল বা সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরত্ব কাজাখস্তানের। এত লম্বা পথ পাড়ি দিয়েই রিয়াল মাদ্রিদ এদিন রাতে খেলতে নামছে।
দীর্ঘ সময় জার্নি করে শিষ্যদের মাঠে নামার বিষয়টি নিয়ে কোনো অজুহাত দিতে চান না রিয়াল কোচ জাবি আলোনসো। তিনি বলেন, ‘আপনাকে মানিয়ে নিতে হবে। এই জার্নি আপনাকে বিরক্ত করছে কি না সেই প্রশ্ন তোলার সুযোগ নেই। এটি কেবলই অন্য আরেকটি ম্যাচের মতো। ফলে সেটি খেলতে লম্বা ভ্রমণকে কোনো প্রতিবন্ধকতা কিংবা অজুহাত হিসেবে নেওয়া যাবে না।’
এর আগে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদস্য ছিল খাজাখস্তান, পরে ২০০২ সালে তারা উয়েফায় যোগ দেয়। মূলত দেশটির পশ্চিমাংশ ভৌগোলিকভাবে ইউরোপে পড়েছে। কিন্তু মাদ্রিদ কিংবা ক্লাব ফুটবলের অন্যান্য পরাশক্তি দলের জন্য কাজাখস্তানের দূরত্ব অনেক বেশি। সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী লস ব্লাঙ্কোসরাও নিজেদের শহর মাদ্রিদ থেকে ৬৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।
— 433 (@433) August 28, 2025
আজ রাত বাংলাদেশ সময় রাত ১০.৪৫ মিনিটে ওর্তালিক স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও কাইরাত আলমাতি। এর আগে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে জাবি আলোনসোর দল। তবে স্প্যানিশ লা লিগায় সম্প্রতি তাদের বাজে অভিজ্ঞতার শিকার হতে হয়েছে। গত শনিবার অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৭৫ বছরে প্রথমবার ৫ গোল হজম করে রিয়াল মাদ্রিদ। ম্যাচ হেরেছে ৫-২ ব্যবধানে।
আরও পড়ুন
কাইরাত আলমাতি এবারই প্রথম ইউরোপের শীর্ষ এই ক্লাব প্রতিযোগিতায় খেলছে। নিজেদের প্রথম ম্যাচে গত ১৮ সেপ্টেম্বর লিসবনে স্পোর্টিং লিসবনের কাছে তারা ৪-১ গোলে হেরে যায়। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে কেবল একবারই স্পেন ও কাজাখস্তানের ক্লাব মুখোমুখি হয়েছিল। ২০১৫-১৬ মৌসুমে আস্তানার মুখোমুখি হয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদ।
এএইচএস