রাতে মাঠে নামছে বাংলাদেশ, সৌম্য এখনও ঢাকায়

জীবনে পরিশ্রমের সঙ্গে ভাগ্য সঙ্গে থাকাও জরুরি। সৌম্য সরকার সেই ভাগ্যকে দুষতেই পারেন। আফগানিস্তান সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন এই ওপেনার। তবে ভিসা জটিলতায় তার খেলা এখন অনিশ্চিত!
আজ বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত নয়টায়। তবে এই ম্যাচের দলে থাকা ক্রিকেটার সৌম্য এখনও ঢাকায়।
এনসিএলের জন্য সিলেটে ছিলেন সৌম্য। গতকাল সিলেট থেকে ঢাকা এসেছিলেন। তবে আরব আমিরাতের ভিসা এখনো হাতে পাননি তিনি। যে কারণে প্রথম ম্যাচে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না সৌম্য। তবে বিসিবি সূত্রে জানা গেছে আজই ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিসা পাওয়া মাত্রই উড়াল দিবেন আরব আমিরাতে, বাকি প্রস্তুতি নিয়েই রেখেছে বিসিবি।
গত ২৪ সেপ্টেম্বর সৌম্যের ভিসার জন্য আবেদন করা হয়, তবে সেই ভিসা এখনো পাননি তিনি। আমিরাতের ভিসা নীতিতে কিছুটা পরিবর্তন আসাই এমন সমস্যার মুখে পড়তে হচ্ছে অনেককেই।
গতকাল অধিনায়ক জাকের আলি অনিক সংবাদ সম্মেলনে বলেছিলেন, 'সৌম্যর ভিসা ইস্যুটা রয়েছে। আমরা জানি, এখানে ভিসার বিষয়টি কিছুটা জটিল। তাই এটি সমাধান হলেই তিনি আসবেন। অন্যথায় তিনি ইতোমধ্যেই প্রস্তুত। বিসিবি এ বিষয়টির দেখভাল করছে। যত দ্রুত আমরা ভিসা পেয়ে যাবে।'
এসএইচ/এইচজেএস