ফেসবুক গ্রুপ থেকে ফুটবল একাডেমি

বাংলাদেশে তৃণমূলের ফুটবল ৬-৭ বছর বয়সীদের থেকে শুরু হয়। কিন্তু বাংলাদেশে ফুটবল কোচিং শুরু হয় ১৪-১৫ বছর বয়স থেকে। ফুটবলের উন্নয়নে একাডেমির কোনও বিকল্প নেই। এসব মাথায় রেখে এসএসসি-৯৭ | এইচএসসি-৯৯ নামক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপের সদস্যদের ৬ -১৪ বছর বয়সী সন্তানদের কে নিয়ে ‘জেনারেশন ৯৭-৯৯ ফুটবল একাডেমি’ এর পথ চলা শুরু হয়েছে।
রাজধানী ঢাকার সাতারকুলে অবস্থিত নাটমেগ ফুটবল মাঠে আজ (শুক্রবার) উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে একাডেমিটি যাত্রা শুরু করে। শুরুতেই একাডেমিটির প্রশিক্ষণ শিবিরে ২২ জন শিশু ফুটবল প্রশিক্ষণ নেবে। একাডিমিটির প্রধান প্রশিক্ষক হিসেবে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সনদপ্রাপ্ত প্রশিক্ষক মোহাম্মদ সোহেল এবং সমন্বয়ক হিসেবে রয়েছেন গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য তোউফিকুজ্জামান চৌধুরী। এসএসসি-৯৭ | এইচএসসি-৯৯ গ্রুপের সার্বিক তত্ত্বাবধায়নে এই ফুটবল একাডেমিটি পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আমের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এবং বিএফএফ একাডেমি উইংয়ের সমন্বয়কারী পারভেজ বাবু এবং রবি-১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমিটির পরিচালনা কমিটি, গ্রুপের এডমিন ও ইসি প্যানেলের সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ।
এসএসসি-৯৭ । এইচএসসি-৯৯ গ্রুপের ৩০ হাজারের অধিক সদস্য রয়েছে। নিজেদের সন্তানদের ফুটবলে উৎসাহ দিতেই এবং নিয়মিত শরীরচর্চা করাতেই এই একাডেমিটি প্রতিষ্ঠার কথা জানালেন একাডেমির পরিচালকেরা।
এমএইচ