বৃষ্টিতে ড্রেসিংরুমে বন্দি রিয়াদ-সৌম্যরা

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্ব শেষে এবার মাঠে গড়িয়েছে সুপার লিগের খেলা। আজ (শনিবার) সূচিতে মাঠে নামার কথা ৬ দলেরই। মিরপুরে দিনের প্রথম ম্যাচ সকাল ৯টায় শুরু হলেও সেটি বৃষ্টি বাধার মুখে বন্ধ হয়ে আছে।
সুপার লিগের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছে শিরোপার দৌড়ে থাকা প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে প্রাইম দোলেশ্বর। তবে তাদের ইনিংসের দ্বিতীয় ওভারেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি বাধায় খেলা বন্ধ হওয়ার আগে ১ ওভার ৩ বল থেকে দোলেশ্বরের সংগ্রহ ৮ রান।
দুই ওপেনার ইমরানুজ্জাম ৪ বলে ৭ ও সাইফ হাসান ৫ বলে ১ রান করে অপরাজিত আছেন। এরপর থেকে ড্রেসিংরুমে বন্দি দুই দলের ক্রিকেটাররা। মাঠে নামা হচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদ-সৌম্য সরকারদের।
দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর ২টায়। যেখানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে। দিনের হাইভোল্টেজ ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড মুখোমুখি হবে।
টিআইএস/এটি