ডাক্তারের সঙ্গে কেন রেগে গেলেন মেসি?

উরুগুয়ের বিপক্ষে ম্যাচের তখন চলছে ৪২ মিনিট। মাটিতে শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন লিওনেল মেসি। এগিয়ে এলেন সতীর্থও। অধিনায়কের পা টেনে কমাতে চাইলেন ব্যথা। খানিক বাদে এলেন ট্রেইনার। কিন্তু রেগে গেলেন মেসি, কেন? কারণ জাহাজ ছেড়ে যেতে চান না দক্ষ এই নাবিক!
ছবিতে দেখুন মেসির মাটিতে ব্যথায় কাতরানোর দৃশ্য-

মাটিতে শুয়ে কাতরাচ্ছেন মেসি।

সাহায্য দরকার আর্জেন্টাইন অধিনায়কের। বুঝাতে চাইছেন সেটাই।
\
কী হয়েছে? এমন কিছুই হয়তো জানতে চাইছেন প্রতিপক্ষ অধিনায়ক ডিয়েগো গদিন।

মেসির যন্ত্রণা কতটা বেশি?

উঠে দাঁড়ানোর চেষ্টা...

অধিনায়কের সাহায্যে এগিয়ে এসেছে কোরেয়া।

নেতা আবার তৈরি
এমএইচ/এটি