ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্টে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন

টেনিস বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। বাংলাদেশে অবশ্য এই খেলা সেভাবে সমাদৃত নয়। দেশের টেনিসে সম্ভাবনার নাম জারিফ আবরার। রাজশাহীতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় বালক এককে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
বাংলাদেশ টেনিস ফেডারেশন আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ওয়ার্ল্ড টেনিস ট্যুর প্রতিযোগিতা আয়োজন করে। সেই প্রতিযোগিতায় বিদেশি খেলোয়াড়রাই এককে শিরোপা জিতেছেন ইতোপূর্বে। জারিফ আবরারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ত্ব অর্জন করেছেন। টেনিস ফেডারেশন এটিকে দেশের টেনিসের গর্ব হিসেবে আখ্যায়িত করেছে।
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে রাজশাহীর টেনিস কমপ্লেক্সে ০৪-১০ অক্টোবর ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, চায়না, ভারত, জাপান, মালদ্বীপ, কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও আমেরিকা মোট ১০টি দেশ থেকে ৩৮ জন বালক ও ২০ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করেছে। প্রতিযেগিতার বালক একক বিভাগের ফাইনাল খেলায় বাংলাদেশের জারিফ আবরার সরাসরি ৭-৬(৩), ৬-৪ গেমে প্রতিপক্ষ প্রতিযোগিতার টপ সীড থাইল্যান্ডের নাপাত পাত্তানালারথানকে পরাজিত করে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন।
বাংলাদেশের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা, প্রবাস জীবন কাটাতে যান প্রায় সবাই। সেখানে জারিফ আবরার আমেরিকায় গিয়েছেন টেনিস শিখতে। জায়ান আমেরিকার ফ্লোরিডা থেকে কোচ অ্যালেক্সের কাছ থেকে টেনিসের দীক্ষা নেন। বাংলাদেশে এসে টুর্নামেন্ট খেলেন এবং বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করেন।
বালক দ্বৈত, বালিকা একক এবং দ্বৈত কোনো ইভেন্টেই বাংলাদেশের কোনো খেলোয়াড় ফাইনালে উঠতে পারেননি। বালক দ্বৈতে থাইল্যান্ডের দুই খেলোয়াড় চ্যাম্পিয়ন। বালিকা দ্বৈত হয়েছে অল চীন এবং বালিকা এককে মালদ্বীপের আরা আজিমকে হারিয়ে চীনে জিজে ইয়াং চ্যাম্পিয়ন হন।
আগামী পরশু দিন থেকে ঢাকায় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টুর্নামেন্ট শুরু হবে। এই টুর্নামেন্টেও জারিফ আবরার অংশগ্রহণ করবেন। রাজশাহীর চেয়ে ঢাকায় বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ সংখ্যা বেশি থাকবে।
এজেড/এফআই