ফাইনালের প্রথম দিন শেষে কোহলিতে ভর করে এগিয়ে ভারত

সাউদাম্পটনের ঝিরিঝিরি বৃষ্টি প্রথম দিনে পড়েছিল পুরোটা সময়জুড়ে। ভেস্তে দিয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন। দ্বিতীয় দিনেও (রিজার্ভ ডের কল্যাণে প্রথম দিন) অভিমানি মেঘ থাকল আকাশজুড়ে। তবে জমে-উঠল ব্যাট ও বলের লড়াই। ট্রেন্ট বোল্টদের বিরুদ্ধে বিরাট কোহলিদের সংগ্রাম আর টিকে থাকার লড়াই আরেকবার মনে করালো টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ।
প্রথম দিন শেষে অবশ্য এগিয়ে আছে ভারত। তাদের জন্য স্বস্তি, সারাদিনে ১৪৬ রান তুলতে হারিয়েছে কেবল তিন উইকেট। ক্রিজে ইতোমধ্যেই সেট হয়ে গেছেন অধিনায়ক বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। দ্বিতীয় দিনে তাই তাদের প্রত্যাশা থাকবে বড় রানের।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের শুরুটাও অবশ্য ছিল ভারতেরই। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। নতুন বলে নিউজিল্যান্ড বোলারদের সুইং আর বাউন্স ভালোভাবেই সামলান দুই ওপেনার শুভমান গিল ও রোহিত শর্মা।
দুজনের উদ্বোধনী জুটি থেকে আসে ৬২ রান। কাইল জেমিসনের বলে খোঁচা দিয়ে সাউদির হাতে ক্যাচ দিয়ে রোহিত শর্মা ফিরে গেলে এই জুটি ভাঙে। তার আগে ছয় চারে ৬৮ বলে ৩৪ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে।
আরেক ওপেনার শুভমান গিলও ছিলেন ছন্দে। খেলছিলেন দারুণ সব শটও। কিন্তু ৬৮ বলে ব্যক্তিগত ২৮ রানে নিল ওয়েগনারের বলে বিজে ওয়েটলিংয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি।
এরপর ফিরে যান স্বভাবগতভাবেই ধীরস্থির খেলতে থাকা চেতেশ্বর পূজারা। ৫৪ বল খেলে ২ চারে ৮ রান করে সাজঘরে ফেরত যান তিনি। শেষে আর বিপদ হয়নি ভারতের। তবে দিনজুড়ে থাকা আলোক স্বল্পতা পরে বেড়ে যায় আরও। ৬৪ ওভার ৪ বলে খেলা হয় পুরো দিনে।
দ্বিতীয় দিনে ভারতের হয়ে অধিনায়ক কোহলি ১২৪ বলে ৪৪ ও আজিঙ্কা রাহানে ৭৯ বলে ২৯ রান নিয়ে দিন শুরু করবেন।
এমএইচ/এমএইচএস