এক দিনে ভারতের কাছে দুইবার হারল বাংলাদেশ

২২ অক্টোবর বাহরাইনে তৃতীয় যুব এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এর আগেই অবশ্য কাবাডি ডিসিপ্লিনের খেলা শুরু হয়েছে। আজ বাংলাদেশ বালক ও বালিকা উভয় দলই ভারতের বিপক্ষে হেরেছে।
বাংলাদেশ পুরুষ দল ১৯-৮৩ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত হয়। প্রথমার্ধেই খেলার নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত ৪৬ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের সংগ্রহ ছির মাত্র ৭। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ প্রথমার্ধের তুলনায় ৫ পয়েন্ট বেশি তুলতে সক্ষম হয়। আর ভারত দ্বিতীয়ার্ধে ৯ পয়েন্ট কম তুললেও বড় জয় পেতে সমস্যা হয়নি। বাংলাদেশ ভারতকে দুই অর্ধে একবারও অল আউট করতে পারেনি। সেখানে ভারত বাংলাদেশ প্রথমার্ধে ৮ আর দ্বিতীয়ার্ধে ৬ বার অলআউট করেছে।
বালকদের তুলনায় বালিকা দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। বালিকা দল ৪৬-১৮ পয়েন্টে পরাজিত হয়েছে। প্রথমার্ধে দুই দলের স্কোরলাইন ছিল ২১-৯। দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের বালিকারা ৯ পয়েন্ট অর্জন করে। ভারতের বালিকারা পরের অর্ধে ২৫ পয়েন্ট অর্জন করলে ৪৬-১৮ পয়েন্টে খেলা শেষ হয়।
বাংলাদেশ-ভারত কাবাডিতে সিনিয়র দলের নারী-পুরুষ ম্যাচও একপেশে হয়। বয়সভিত্তিক পর্যায়ে তাই হলো। আজ দুই বিভাগেই পরাজিত হলেও শক্তিশালী ভারতের বিপক্ষে খেলায় পরবর্তী ম্যাচগুলোর জন্য বাংলাদেশের খেলোয়াড়দের কাজে দেবে। বিশেষ করে নারী বিভাগে মাত্র ৫ দল থাকায় ব্রোঞ্জ জয়ের সম্ভাবনা প্রবল।
এজেড/এইচজেএস