১১৯৩ দিন পর এমন একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে জয় ছাপিয়ে আলোচনায় ছিল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেট। কন্ডিশন বিবেচনায় দ্বিতীয় ওয়ানডেতেও যে দুই দলের একাদশে স্পিনারদের সংখ্যা বাড়ছে তা অনুমেয় ছিল। তাই দেখা গেল আজ (মঙ্গলবার) বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে। ৪ স্পিনার নিয়ে স্বাগতিকরা একাদশ সাজিয়েছে।
বাংলাদেশ সবশেষ কবে চার স্পিনার নিয়ে খেলেছে– তা জানতে ফিরতে হবে ২০২২ সালের ১৬ জুলাইয়ে। কাকতালীয়ভাবে ওই ম্যাচেও টাইগারদের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচেও বাংলাদেশ চার স্পিনার নিয়ে নেমেছিল। পেসার ছিলেন কেবল মুস্তাফিজুর রহমান। আজও বাংলাদেশের একাদশে তিনিই একমাত্র বিশেষজ্ঞ পেসার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার স্পিনার নিয়ে খেলা ওই সময়ের ব্যবধান ৩ বছর ৩ মাস এবং দিনের হিসেবে ১ হাজার ১৯৩ দিন। ম্যাচটিতে তাইজুল ইসলাম ৫ উইকেট শিকার করেছিলেন। তার ঘূর্ণিতে মাত্র ১৬৮ রানে গুটিয়ে যাৗ স্বাগতিক ক্যারিবীয়রা। সেই ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৪ উইকেট এবং ৯ বল হাতে রেখে।
আরও পড়ুন
টাইগাররা আজ একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে নিয়েছে নাসুম আহমেদ ও তানভীর ইসলামকে। এ ছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। পার্টটাইমার হিসেবে সাইফ হাসানকেও কাজে লাগাতে পারবেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশের মতো ক্যারিবীয়রাও স্পিনারদের নিয়ে একাদশ সাজিয়েছে। দুই পেসারকে বাদ দিয়ে নতুন করে যুক্ত করেছে আকিল হোসেন ও অভিষিক্ত অ্যাকিম অগাস্তেকে।
দুই স্পিনার নিয়ে বোলিং শুরু করে ইতিহাসও গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডের ইতিহাসে তার প্রথম এমন নজির দেখাল। আকিল ও রোস্টন চেজ জুটি বেধে করেছেন ওপেনিং ওভার। মিরপুরের উইকেট বিবেচনায় গতকাল রাতেই আকিল হোসেন উইন্ডিজ দলে যোগ দিয়েছেন। এরপর আজ একাদশেও জায়গা মিলেছে তার।
এসএইচ/এএইচএস