নিজেদের পাতা ফাঁদে পড়ে যা বললেন মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের জন্য মিরপুরে স্পিনের জাল বিছিয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের পাতা ফাঁদেই পড়ে গেল টাইগাররা। সুপার ওভারে হেরেছে মিরাজের দল। এমন হারের হারের পর আবারো আলোচনায় বাংলাদেশ দলের সামর্থ্য।
সুপার ওভারের ম্যাচ নিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, 'আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। এই প্রথম সুপার ওভার খেললাম। মুস্তাফিজ সুপার ওভারে ভালো বল করেছে। জিতলে অনেক ভালো লাগত।'
'এই উইকেটে ব্যাট করা সহজ নয়। রিশাদ অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। সে দুর্দান্ত ফর্মে রয়েছে। দারুণ খেলেছে। আমরা বাকি ব্যাটাররা সংগ্রাম করছিলাম, রান আসছিল না, কিন্তু সে আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করেছে।'
শেষ ওভারে সাইফকে বল দেওয়ার কারণ জানিয়ে মিরাজ বলেন, 'আমাদের হাতে অপশন ছিল না। বিশ্বাস ছিল সাইফ শেষ ওভারে কিছু করতে পারবে, উইকেট টার্নিং ছিল, লো ছিল। অনেক সুযোগ পেয়েছি আমরা, কাজে লাগাতে পারিনি। ক্যাচটা ধরলে গ্রেট ক্যাচ হতো, ম্যাচ জিতে যেতাম। সুপার ওভারে ১১ রান লাগত, একটা বাউন্ডারি হলেই জিতে যেতাম।'
এসএইচ/এইচজেএস