বাবর-শাহিনদের নিয়ে পিসিবির নতুন সিদ্ধান্তে আশাবাদী বাংলাদেশও!

এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারের পর পাকিস্তানি ক্রিকেটারদের ওপর কড়া সিদ্ধান্ত আরোপ করে পিসিবি। হঠাৎ করেই বাবর-শাহিনদের বিদেশি লিগে খেলায় অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া বন্ধ বলে ঘোষণা করে। যা আসন্ন বিগ ব্যাশ, বিপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য বড় ধাক্কা হিসেবে আসে। এনওসি নিয়ে সেই স্থগিতাদেশ তুলে নিয়েছে পিসিবি। যা আশা দেখাচ্ছে বাংলাদেশসহ অন্যদের।
মূলত বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিরা ছাড়পত্র পেয়েছেন বিগ ব্যাশের জন্য। আজ (শনিবার) ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ পাকিস্তানের ক্রিকেটাররা নির্ধারিত সময়ে বিগ ব্যাশ খেলতে যাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘তারা খেলবেন, তাদের সেই ছাড়পত্র দেওয়া হয়েছে। আমরা বিবিএলে পাকিস্তানের সেরা কয়েকজন ক্রিকেটারকে পাওয়ার নিশ্চয়তা পেয়ে রোমাঞ্চিত। এই গ্রীষ্মে আমরা তাদের খেলা দেখার জন্য মুখিয়ে আছি।’
অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের আসন্ন আসর ১৪ ডিসেম্বর শুরু হয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। যেখানে আট ফ্র্যাঞ্চাইজির মধ্যে ছয়টিতেই একজন করে পাকিস্তানি ক্রিকেটার আছেন। তারা হচ্ছেন– বাবর আজম (সিডনি সিক্সার্স), শাহিন আফ্রিদি (ব্রিসবেন হিট), হাসান আলি (অ্যাডিলেড স্ট্রাইকার্স), মোহাম্মদ রিজওয়ান (মেলবোর্ন রেনেগেডস), হারিস রউফ (মেলবোর্ন স্টারস) ও শাদাব খান (সিডনি থান্ডার)। ৫ ও ৮ জানুয়ারি মুখোমুখি হবে বাবর ও শাহিনের দল সিডনি সিক্সার্স-ব্রিসবেন হিট।
— Sydney Sixers (@SixersBBL) October 23, 2025
পিসিবির নতুন করে এনওসি দেওয়ার সিদ্ধান্ত সব লিগের জন্য বলবৎ থাকবে কি না সেটি জানানো হয়নি। তবে আশার জাগিয়েছে বিপিএলসহ অন্যসব টুর্নামেন্টেও। বিশেষ করে বিপিএলে বাবর-শাহিনরা আসতে না পারলেও পাকিস্তানি ক্রিকেটারদের বড় একটি অংশকে খেলতে দেখা যায়। বিগ ব্যাশের একই সময়েই হতে পারে আসন্ন বিপিএল আসর। এ ছাড়া আরেকটি ভাবনার বিষয়– কাছাকাছি সময়ে চলবে আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেখানেও দল পেয়েছেন পাকিস্তানের ৫ ক্রিকেটার।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে আফ্রিদি, রিজওয়ান এবং রউফ বিগ ব্যাশ ড্রাফটে বেশ জনপ্রিয় বাছাই ছিলেন। সবচেয়ে বেশি আগ্রহ ছিল আফ্রিদিকে নিয়ে। এ ছাড়া বাবরকে নিয়ে উন্মাদনা আছে অজি ক্রিকেটভক্তদের মাঝে। তার জন্য সিডনি সিক্সার্স ইতোমধ্যে ‘বাবরিস্তান’ নামে ফ্যান জোনও প্রস্তুত করেছে। এ ছাড়া বাবর-রিজওয়ানের মুখোমুখি লড়াই নিয়েও বিগ ব্যাশ কর্তৃপক্ষ ক্যাম্পেইন চালাচ্ছে। সবমিলিয়ে তাদের না পেলে হতাশা বিরাজ করতো ফ্র্যাঞ্চাইজিগুলোর।
আরও পড়ুন
অস্ট্রেলিয়ান রেডিও এসইএন–এর এক অনুষ্ঠানে সাংবাদিক টম মরিজ জানান, ‘তিন সপ্তাহ আগে পিসিবির পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এনওসি না দেওয়ার বিষয় মেইল করা হয়। যা বিগ ব্যাশ ও ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য ধাক্কা হিসেবে আসে। এই ইস্যুতে পিসিবির সঙ্গে যোগাযোগ করে সিএ। তাদের সিদ্ধান্ত বদলাতে আসলে প্রভাবক কী ছিল আমরা জানি না। কিন্তু তাদের আগের মেইলটি ছিল আতঙ্কের, যা কেটে গেছে।’
এএইচএস