বঙ্গবন্ধুর ক্লাবের নির্বাচন জুলাইয়ে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু রাজনীতিবিদই নন, ছিলেন ক্রীড়াপ্রেমী। ঐতিহ্যবাহী ক্লাব ওয়ান্ডারার্সের একনিষ্ঠ সমর্থক ছিলেন তিনি। প্রিয় ক্লাবের সঙ্গে ছিল সম্পৃক্ততাও। বঙ্গবন্ধুর সেই ওয়ান্ডারার্স এখন কঠিন দুঃসময়ের মধ্যেও নির্বাচন প্রক্রিয়ায় যাচ্ছে। ঈদের আগে ১৬ জুলাই নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়েছে কয়েকদিন আগে অনুষ্ঠিত সভায়।
১৬ জুলাই রাজধানী জনসন রোডের স্টার হোটেলে দ্বিবার্ষিক সভার পর ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করবেন প্রায় চারশ সদস্য। গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ১৯৩৭ সালে গঠিত এই ক্লাবে। ২০-৩০ জুনের মধ্যে নির্ধারিত ফি দিয়ে সাধারণ সম্পাদক বিপুল ঘোষ শংকর এবং দপ্তর সম্পাদক তারেক আলমের সঙ্গে যোগাযোগ করে সদস্যপদ নবায়ন করতে বলা হয়েছে।
ক্লাবের সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ বলেন, ‘আমরা নির্ধারিত সময়ে নির্বাচন করতে বদ্ধ পরিকর। আশা করি নতুন কমিটি ওয়ান্ডারার্সের সুদিন ফিরিয়ে আনার জন্য কাজ করবে।’ ক্যাসিনো কাণ্ডে ওয়ান্ডারার্সের উপর দিয়েও ঝড় গেছে। ক্লাবের শীর্ষ কর্তা আটকের পাশাপাশি ক্লাব টেন্টে তালা ঝুলছে।
আগের সেই রমরমা পরিস্থিতি না থাকলেও ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স এখনো অনেক কষ্ট করে ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি, বক্সিং, রাগবি, সুইমিং, শুটিং, ব্যাডমিন্টন ও রোইংয়ের মতো ডিসিপ্লিনগুলোতে অংশ নিয়ে থাকে। ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা চার শতাধিক।
এজেড/এমএইচ/এটি