আফগান ব্যাটারের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ

পাঁচ ম্যাচ যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বগুড়ায় মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ইকবাল হোসেন ইমনের পাঁচ উইকেটের কীর্তির ম্যাচে উজাইরউল্লাহর অপরাজিত ১৪০ রানের ইনিংসে ভর করে ২৬৫ রানের বড় পুঁজি পেয়েছে সফরকারীরা।
আজ (মঙ্গলবার) প্রথম ওয়ানডেতে বগুড়ায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে ৫৫ রান যোগ করেন দুই আফগান ওপেনার খালিদ আহমেদজাই ও ওসমান সাদাত।
Posted by Bangladesh Cricket : The Tigers on Tuesday, October 28, 2025
যদিও পরপরই বিদায় নেন দুজনই। ৩৩ বলে ৩৪ রান করেন খালিদ। এ ছাড়া ওসমান ২৬ বলে ১৫ রান করেন। অন্য প্রান্তে নিয়মিত উইকেটের পতন হলেও একপ্রান্তে টিকেছিলেন উজাইরউল্লাহ নিয়াজাই। শতকের দেখা পেয়েছেন এই ব্যাটার। এমনকি ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন।
তার ১৩৭ বলে ১৪০ রানের অপরাজিত ইনিংসে ভর করে শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানের পুঁজি পেয়েছে আফগানিস্তান। ১৪০ রানের অনবদ্য ইনিংসটিতে ১৬টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইকবাল হোসেন ইমন। এই পেসার একাই শিকার করেছেন ৫টি উইকেট। এ ছাড়া দুটি উইকেট পেয়েছেন রিজান।
এফআই