‘চ্যালেঞ্জ অবশ্যই, তবে কঠিন হবে না’

প্রথমবার জাতীয় দলে কোচিং প্যানেলে যুক্ত হলেন মোহাম্মদ আশরাফুল। ঘরের মাটিতে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক এই অধিনায়ক।
সর্বশেষ এশিয়া কাপের পর থেকেই বাংলাদেশ দলের ব্যাটারদের পারফরম্যান্সের গ্রাফ আরও নিম্নমুখী। ঘরোয়ার পরিচিত কোচ সালাউদ্দিনের কাঁধে দায়িত্ব দিয়েও তেমন সুফল আসেনি। উল্টো ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
গেল কদিন ধরে নতুন ব্যাটিং কোচ নিয়োগ নিয়েও চলছিল তুমুল আলোচনা। অবশেষে সোমবার বোর্ড মিটিং শেষে নতুন ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের নাম ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার ছিলেন আশরাফুল, কত দর্শকের আবেগ ভালোবাসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যদিও জাতীয় দলের জার্সিতে শেষটা স্মরণীয় করতে পারেননি। নিয়তির ফেরে আবারও জাতীয় দলে ফিরলেন। তবে ভিন্ন ভূমিকায়।
ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ার পরই ঢাকা পোস্টের প্রতিবেদক সাকিব শাওনের মুখোমুখি হয়েছিলেন আশরাফুল। জানিয়েছেন নিজের অনুভূতি এবং ক্রিকেট নিয়ে স্বপ্নের কথা। ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ারের কথাও উঠে আসল।
জাতীয় দলের কোচ হলেন কেমন লাগছে?
আশরাফুল : আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগছে। এটা তো প্রত্যেকটা কোচের একটা স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে কোচিং করানোর। যেহেতু অনেক দিন ধরে আমি কোচিং লাইনে এসেছি, খেলা ছাড়ার পরে। তো এখন কাজ করতে পারলে অবশ্যই ভালো লাগবে।

জাতীয় দলের কোচের পদটা কি দ্রুতই পেয়ে গেলেন মনে হচ্ছে?
আশরাফুল : আমার কাছে কিন্তু এমনটা মনে হয় না যে খুব দ্রুত হয়ে গিয়েছি। আসলে বিষয়টা আমি এভাবে দেখছি না। গতবছর জিএসএলে কাজ করেছি, এ বছরও করলাম রানার্সআপ হয়েছি। গত বছর কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলাম। বিপিএলে কাজ করেছি, ঘরোয়াতে করেছি, নারী দলের সঙ্গেও করেছি কাজ। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, অধিনায়কও ছিলাম।
যে কারণে আসলে মনে হয় না যে খুব তাড়াতাড়ি কোচ হয়ে গিয়েছি। একটা প্রসেসের মধ্যেই কিন্তু ছিলাম। আমরা যারা খেলেছি এরপর খেলা ছেড়েছি তারা শুরুতে এমন জায়গায় কাজ করতে পারলে খারাপ হবে না আশা করি।
আপনি বিপিএলসহ নানা পর্যায়ে কোচিং করিয়েছেন। এবার জাতীয় দলের কোচিং প্যানেলে। এমন কিছুর স্বপ্নই দেখতেন নিশ্চয়ই...
আশরাফুল : স্বপ্ন তো অবশ্যই ছিল। যেহেতু কোচিং পেশায় এসেছি ক্রিকেটের সাথে থাকবো, মাঠে থাকবো কাজ করব। এখন সুযোগ পেয়েছি আমার যে অভিজ্ঞতাটা সেটা শেয়ার করব ক্রিকেটারদের সাথে। যেহেতু আমিও অনেক সময় সফলতা পেয়েছি, অনেক সময় আবার সফলতা পাইনি সেটাও শেয়ার করব। সবশেষ ইংল্যান্ডেও খেলে এসেছি। আমার দীর্ঘ ক্যারিয়ার ছিল সেটার যে অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করতে চাই কাজ করে।
ব্যাটিং ভরাডুবিতে একটা সংকটকালীন সময় পার করছে জাতীয় দল, চ্যালেঞ্জিং সময়ে দায়িত্বটা নিলেন। চাপ মনে হচ্ছে?

আশরাফুল : হ্যাঁ এটা অবশ্যই সত্য। বর্তমানে খুব একটা ভালো যাচ্ছে না তবে আশা করি অবশ্যই ভালো কিছু হবে সামনে। দলে অনেক এক্সাইটিং ক্রিকেটার কিন্তু রয়েছে। একইসঙ্গে অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার রয়েছে। যেহেতু আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আমার (কোচিং) শুরু হবে, সেখানে মুশফিক থাকছে সে ২০ বছর ধরে ক্রিকেট খেলছে। এছাড়া আরও বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। আমার মনে হয় যে চ্যালেঞ্জ অবশ্যই তবে কঠিন হবে না।
ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি মানসিক দিকটিও গুরুত্বপূর্ণ মনে করা হয়। এটা ভাবনায় আছে কি না...
আশরাফুল : হ্যাঁ অবশ্যই। তবে ক্রিকেটারদের মানসিক দিক নিয়ে তো আসলে বেশি কিছু শেখানোর নেই। তারা অনেক বছর ধরে ক্রিকেট খেলছে, সেক্ষেত্রে ওদের মানসিকভাবে যতটা ফ্রি রাখা যায় আর কি। কিভাবে ফ্রি মাইন্ডে তারা খেলতে পারে এগুলো নিয়েও আসলে কাজ করতে চাই।
বিসিবি সভাপতির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না দায়িত্ব পাওয়ার আগে বা পরে
আশরাফুল : আসলে এটা নিয়ে এখনও তেমন কোনো আলাপ হয়নি। যখন আলাদাভাবে বসব, বিস্তারিত তখন আসলে বুঝতে পারব।
আয়ারল্যান্ড সিরিজে কেমন আশা করছেন, অনেকদিন পর টেস্ট খেলতে নামছে দল
আশরাফুল : যেহেতু আমাদের এটা হোম কন্ডিশনে খেলা, আশা করি যে কঠিন হওয়া উচিত না আমাদের জন্য। আমরা ডমিনেট করে খেলব ইনশাআল্লাহ। আর দল কি হবে এটা তো আসলে আমার দায়িত্ব না বা আমার রোল না। আমার দায়িত্ব আসলে ব্যাটিং নিয়ে আমি সেটা নিয়ে চিন্তা শুরু করেছি। ওই রোল অনুযায়ী কাজ করার চেষ্টা করব।
নানা কারণেই বাংলাদেশে কোচিং করানো কিছুটা ঝুঁকিও বটে। পরিবারের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন।

আশরাফুল : আসলে খবরটাতো মাত্রই পেলাম, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। চেষ্টা তো করবো অবশ্যই সেরাটা দেওয়ার। পরিবারের সাথে আসলে এখনো কথা হয়নি তাদের জানাতে পারিনি। অবশ্যই তারা খুশি হবে জানার পর।
কখনো কি ভেবেছিলেন জাতীয় দলের কোচ হবেন?
আশরাফুল : যখন ক্রিকেট ছেড়ে কোচিং লাইনে এসেছি তখন তো স্বপ্ন থাকবেই। একদিন জাতীয় দলের কোচ হয়ে বাংলাদেশ টিমের কোচিং করাবো। যে দলে আমি খেলেছি, সেই দলের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করব।
কোনো কোচকে আলাদা করে অনুসরণ করেন কিনা
আশরাফুল : আসলে বিষয়টা এমন না। আর কাউকে দেখে অনুপ্রাণিত হওয়া বলতে আমি ফলো করি না স্পেশালি কাউকে। তবে বিশ্বের সকল কোচদের দেখি কেমন, তাদের থেকে শেখার চেষ্টা করি।
বর্তমানে দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে কোনো ধারণা রয়েছে কি না
আশরাফুল : এখন তো আমি আসলে কাজ শুরু করিনি দলের সাথে প্রবেশ করি। দেখি আসলে কেমন হয় যখন আমি কাজ শুরু করব তখন এ বিষয়ে বিস্তারিত বলতে পারব আসলে।
যাদের অনেকের সঙ্গে একসময় খেলেছেন তাদেরকে কোচিং করানোর সুযোগটা পেলেন। বোঝাপড়ায় বাড়তি সুবিধা হবে কি না
আশরাফুল : হ্যাঁ অবশ্যই এটা ঠিক বলেছেন। আমি এখনকার ক্রিকেটারদেরকে অনেক বছর ধরে চিনি, অনেকের সাথে খেলেছি এ কারণে আমার কাজ করতে কিন্তু সুবিধা হবে।
দলের ব্যাটারদের ব্যাটিংয়ে রোগ সারাতে প্রথম দাওয়াই কি হবে
আশরাফুল : দেখেন শুরুতে আমি বলেছি যে, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। কেন আমরা (মানে গুরুত্বপূর্ণ) সময় ফেল করি সেটা নিয়ে কাজ করতে চাই। ব্যাটিংয়ে কেন আমরা পারফর্ম করতে পারছি না এটা নিয়েও আমি কাজ করতে চাই।
এসএইচ/এফআই
