গামিনিকে বিদায় জানাল বিসিবি

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক ছিল গামিনি ডি সিলভার। তবে গেল কয়েক বছর কঠিন সময় পার করেছেন তিনি। কারণ মিরপুরের উইকেট নিয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছে তাকে। অবশেষে সব আলোচনা-সমালোচনার পাঠ চুকিয়ে বাংলাদেশ অধ্যায়ের ইতি টানলেন তিনি।
আজ শনিবার মিরপুরে গামিনিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে বিসিবি। এদিন মিরপুরে তার হাতে বিদায়ী স্মারক তুলে দেন বিসিবির বোর্ড কর্তারা। দীর্ঘদিন যাদের নিয়ে কাজ করেছেন, সেই মাঠকর্মীরাও শুভকামনা জানিয়েছেন তাকে।
চলতি বছরের জুলাইয়ে গামিনির সাথে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছিল বিসিবি। তবে তার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হচ্ছে তাকে।

২০০৯ সালে বিসিবিতে যোগ দেন গামিনি। এরপর থেকে ৩২টি টেস্ট, ১০৬টি ওডিআই ও ৬৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য মাঠ প্রস্তুত করেন এই কিউরেটর। বড় ইভেন্টের মধ্যে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, তিনটি এশিয়া কাপ এবং বিপিএলে কাজ করেছেন গামিনি।
বর্তমানে বাংলাদেশের মাঠের পাশাপাশি উইকেটগুলো দেখভাল করছেন আইসিসির সাবেক কিউরেটর টনি হেমিং। মূলত হেমিং আসার পর থেকেই গামিনির কাজের পরিধি কমে যায়। যার ফলে বিদায় নিতে হলো চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই।
এসএইচ/এইচজেএস