পদপিষ্ট কাণ্ডে বেঙ্গালুরুতে হচ্ছে না আইপিএল, কোহলিদের হোম ম্যাচ কোথায়?

আইপিএলে গত আসরে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৭ বছর পর প্রথমবার শ্রেষ্ঠত্বের স্বাদ পেয়ে তারা সেই আনন্দ উদযাপন করতে চেয়েছিল ঘরের মাঠে। কিন্তু তা শোকে রূপ নিয়েছে ভয়াবহ এক ট্র্যাজেডিতে। চিন্নাস্বামী স্টেডিয়ামে ইভেন্ট আয়োজকদের অব্যবস্থাপনার কারণে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোয় সেখানে হয়নি গত নারী ওয়ানডে বিশ্বকাপের কোনো ম্যাচ। পরের বছর বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিও চাইছে না এই মাঠে খেলতে।
ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে, আগামী বছরের আইপিএলে বেঙ্গালুরু তাদের ঘরের ম্যাচ খেলতে পারে পুনের গাহুনজে স্টেডিয়ামে। ওই ট্র্যাজেডিতে চিন্নাস্বামী স্টেডিয়ামের ব্যবস্থাপনা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। ফলে ওই স্টেডিয়ামে এখনই আইপিএলের কোনো ম্যাচ হয়তো হবে না। নারীদের বিশ্বকাপের ফাইনালও এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচও বেঙ্গালুরু পাচ্ছে না।

মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব কমলেশ পাই বলেছেন, ‘পুনেতে বেঙ্গালুরুর ম্যাচ আয়োজনের ব্যাপারে আলোচনা চলছে। তবে চূড়ান্ত হয়নি কিছু। কর্ণাটকে ওদের একটা সমস্যা আছে। ওখানে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। তাই ওরা চাইছে অন্য কোনো মাঠে খেলতে। আমরা আমাদের স্টেডিয়ামে খেলার প্রস্তাব ওদের কাছে রেখেছি। প্রাথমিক কথাবার্তা হয়েছে। কিছু টেকনিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা এখনো বাকি। যদি সব ঠিকঠাক থাকে তা হলে পুনেতেই বেঙ্গালুরুর সব ম্যাচ হবে।’
পুণেতে এর আগেও আইপিএলের ম্যাচ হয়েছে। সাবেক ফ্র্যাঞ্চাইজি পুনে ওয়ারিয়ার্স গাহুনজে স্টেডিয়ামেই নিজেদের মাঠে খেলত। মাঝে চেন্নাই সুপার কিংসও কিছু ম্যাচ পুনেতে খেলেছিল।
এফএইচএম/