নাহিদ রানাকে নিয়ে যা বললেন আইরিশ অধিনায়ক

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরেছে আয়ারল্যান্ড দল। সিলেট টেস্টের চতুর্থ দিনে এসে আজ ইনিংস এবং ৪৭ রানের ব্যবধানে হেরেছে আইরিশরা। এমন হারের পর আয়ারল্যান্ড অধিনায়ক প্রশংসা করেছেন টাইগারদের পেস বোলিং বিভাগের।
এন্ড্রু বালবির্নি বলেছেন, 'আমরা ২০২৩ সালে যখন এখানে ছিলাম তখন এর একটা আভাস পেয়েছিলাম। তাদের এবাদত, শরিফুলের মতো বোলার ছিল, এবং টেস্ট ম্যাচে আমরা খালেদকে দেখেছি। তাই অনেক সিম বোলার উঠে আসছে যাদের সম্পর্কে আমরা জানি। আমি নিশ্চিত নই যে তারা এই ধরনের উইকেটে সবসময় বল করতে কতটা পছন্দ করবে।'
বাংলাদেশের উইকেট সবসময় স্পিন বান্ধব হয়। ফলে এখানে নাহিদ রানার মতো পেসারদের উঠে আসা কিছুটা হলেও কঠিন কাজ। গেল বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরে পেস বান্ধব উইকেটে নাহিদ যেভাবে বোলিং করেছেন সেটার প্রশংসা করলেন আয়ারল্যান্ড অধিনায়ক।
বালবির্নি বলেন, 'রানাকে ক্যারিবিয়ানে এবং এমন উইকেটে যেখানে সে সুবিধা পায়, বল করতে দেখার পর আমার মনে হয়েছে সে বেশ ভয়ঙ্কর হয়ে উঠবে। তার মধ্যে স্পষ্টভাবে সব গুণাবলী রয়েছে। সে জোরে দৌড়ে এসে বল করে, এবং এটা বাংলাদেশের জন্য অবশ্যই দারুণ ব্যাপার। ঐতিহাসিকভাবে বাংলাদেশ সবসময়ই উচ্চমানের স্পিনারদের জন্য পরিচিত, কিন্তু আপনার হাতে এমন কিছু থাকাটা খুবই ভালো ব্যাপার, আমি মনে করি এবং আমি মনে করি যদি সে যদি ভালো করে যেতে থাকে, তাহলে বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার হবে।'
এসএইচ/এইচজেএস